আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক দেখা যাচ্ছে, বিটিসিএল নজর দিন দয়া করে

সমালোচনা জীবনের পাথেয়, অযাচিত প্রশংসা জীবনের অন্তরায়।

অনেক ইন্টারনেট ব্যবহার কারী প্রক্সি / টর দিয়ে ফেইসবুকে ঢুকতেছে। ফাইন, তারা ডিজিটাল চোর কোনো সমস্যা নাই। কিন্তু ডিজিটালী কর্মফাকি দিচ্ছে বিটিসিএল। ফেছবুক বন্ধ করছেন, আবার করেন নাই, কেন? ঐটা কি নিজেদের জন্য ওপেন করে রাখছে? বিটিসিএল http পোর্ট ব্লক করেছে, https পোর্ট বন্ধ করে নাই। https কেন ওপেন রাখা হলো, কার জন্য ওপেন রাখা হলো? কেন https://www.facebook.com/ এ ফেইসবুক দেখা যাবে, এটা কি নির্দেশ অমান্য নয়??!!!!! বন্ধ করলে ভালো করে করেন, আর নয়তো বন্ধ না করাই ভালো। কারন এতে ভাবমুর্তি ক্ষুন হয়। আর ষদি প্রশ্ন করে বসেন https কি, তবে তো ভয়াবহ ব্যাপার!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।