আমাদের কথা খুঁজে নিন

   

এক টুকরো স্মৃতিকথা ২

আমার নানিজান - তার সব কথাই শেষ হতো বিয়ে দিয়ে। যেমন ধরা যাক কথা প্রসঙ্গে আমি বলে ফেললাম -পড়াশোনা করতে ভাল লাগে না। তিনি বলবেন - তাইলে আর কী করবা, একটা বিয়া কইরা ফালাও। কিংবা বললাম - খাবারে এত ঝাল কেন? তিনি বলবেন - ঝাল তো হবেই, একটা বিয়া কইরা ফালাও, সব মিষ্টি লাগব। তো একদিন নানি কে খুব আগ্রহ নিয়ে বললাম, নানি আমি গিটার বাজানো শিখতে চাই। আম্মুকে বোঝান। তিনি বললেন, গিটার শিইখা কী করবা, মাইয়া সাথে লইয়া নাচবা? তারচেয়ে একটা বিয়া কইরা ফালাও। আমার এই অতি সুইট নানিজান না ফেরার দেশে চলে গেছেন প্রায় ছ'বছর আগেই। খুব মিস করছি তাঁকে। আর মিস করছি বিয়ে সংক্রান্ত তাঁর কথাবার্তাগুলো; যেভাবেই বলুক না কেন স্বীকার করতে দোষ নেই, কথাগুলো শুনতে ভালই লাগত ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।