আমাদের কথা খুঁজে নিন

   

আমার কবি কবি ভাবের কবিতা

দুনিয়া জুরে খালি প্রবলেম। তাই সকলের একই কাজ প্রবলেম সলভিং

আমি মাঝে মাঝে কবিতা লিখতাম। আমার কবিতা গুলো এখানে আপলোড করবো। যদিও এগুলো সাহিত্যগুন ০ এর বেশি কিছু না কিন্তু এগুলো আমার মনের কথা । এই কবিতাটি আমার প্রথম লেখা কবিতা।

ক্লাশ সিক্স এ তখন পরতাম। এটা প্রকাশের মতো কিছু না কিন্তু করলাম আর কি। মিল নেই ছন্দের সঙ্গে ছন্দের মিল নেই, মানুষের সঙ্গে মানুষের মিল নেই, দুনিয়ার সঙ্গে দুনিয়ার মিল নেই। যার সঙ্গে যার মিল থাকা দরকার; তার সঙ্গে তার মিল নেই। ।

অতীতের মিল নেই বর্তমানের সঙ্গে, সততা মিশে নেই মানুষের অঙ্গে। খাঁটি মিলে না এই মানুষের ভুবনে, সুন্দর ধরা চলে গেছে স্বপনে, কিন্তু প্রভু লুকিয়ে আছে সঙ্গোপনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।