আমাদের কথা খুঁজে নিন

   

আমার বিশ্বকাপের সেরা একাদশ(ফুটবলপ্রেমীদের মতামত চাচ্ছি)

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি

বিশ্বকাপের আগেই বিশ্বকাপে আমার পছন্দের সেরা একাদশটি দিয়ে দিলাম। যদিও আমি কোন ফুটবল বিশেষজ্ঞ নই,সাধারণ ১ জন ফুটবল দর্শক মাত্র।একাদশটি তৈরির ক্ষেত্রে প্রধান প‌্যারামিটার ছিল ফুটবলারদের ক্লাস,সাম্প্রতিক পারফর্মান্স আর ব্যক্তিগত পছন্দ।সাম্প্রতিক পারফর্ম্যান্সকেই বেশি গুরুত্ব দিলাম। গোলকিপারঃ হুলিও সিজার(ব্রাজিল/ইন্টার মিলান) ডিফেন্ডারঃ রাইট ব্যাক-মাইকন(ব্রাজিল/ইন্টার মিলান) লেফট ব্যাক-প‌্যাট্রিস এভরা(ফ্রান্স/ম্যানচেস্টার ইউনাইটেড) সেন্টার ব্যাক-জন টেরি(ইংল্যান্ড/চেলসি),ওয়াল্টার স্যামুয়েল(আর্জেন্টিনা/ইন্টার মিলান) মিডফিল্ডারঃ রাইট মিডফিল্ড-ক্রিস্টিয়ানো রোনালদো(পর্তুগাল/রিয়াল মাদ্রিদ) লেফট মিডফিল্ড-ফ্রাংক রিবেরি(ফ্রান্স/বায়ার্ন মিউনিখ) সেন্টার মিডফিল্ড-ফ্রাংক ল্যাম্পার্ড(ইংল্যান্ড/চেলসি),জাভি হার্নান্দেজ(স্পেন/বার্সেলোনা) স্ট্রাইকারঃ লিওনেল মেসি(আর্জেন্টিনা/বার্সেলোনা),ওয়েইন রুনি(ইংল্যান্ড/ম্যানচেস্টার ইউনাইটেড) যারা বেন্চে থাকবেন- ইকার ক্যাসিয়াস(স্পেন/রিয়াল মাদ্রিদ) লুসিও(ব্রাজিল/ইন্টার মিলান) আরিয়েন রোবেন(নেদারল্যান্ড/বায়ার্ন মিউনিখ) আন্দ্রেস ইনিয়েস্তা(স্পেন/বার্সেলোনা) রিকার্ডো কাকা(ব্রাজিল/রিয়াল মাদ্রিদ) দিদিয়ের দ্রগবা(আইভরি কোস্ট/চেলসি) ডেভিড ভিয়া(স্পেন/ভ্যালেন্সিয়া-বার্সেলোনা) ফর্মেশন-৪-৪-২ অথবা৪-১-২-১-২(সেক্ষেত্রে জাভিকে সামনে রেখে ল্যাম্পার্ডকে পিছে পাঠায়ে দিবো। আপনার পছন্দের দলটি কেমন?আমার টাই বা কেমন হলো। শেয়ার করুন। সবার বিশ্বকাপ অনেক ভাল কাটুক এই শুভকামনায়......... আপডেটঃ ইনজুরির কারণে ফার্দিনান্দের বিশ্বকাপ শেষ।তার জায়গায় লুসিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।