আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর জলছবিতে মন মেলাতে পারলে না!

সত্য সর্বদাই রাজনৈতিক

পৃথিবীর জলছবিতে মন মেলাতে পারলে না! আকাশ ছিল বাতাস ছিল ছিল চন্দ্র তারা রোদ ঝলমল দিন ছিল আর ছিল বৃষ্টিধারা। নদীর জলে ভাসলে শুধু নদীর গল্প শুনলে না— মুখস্থ পথ হেঁটে গেলে না কুড়ালে না হারালে নিজের মতো চলতে গিয়ে পথ হারাতে শিখলে না-- পৃথিবীর জলছবিতে মন মেলাতে পারলে না! দেখলে চেয়ে অনেক কিছু নানা রঙের মেলা ছককাটা ঘর বানিয়ে তাতে খেললে অনেক খেলা। সারাজীবন জিতে গেলে হারার সুখতো বুঝলে না-- পৃথিবীর জলছবিতে মন মেলাতে পারলে না! অনেক করে খুঁজলে কাকে? সকাল দুপুর সাঁঝে ডাকার আগেই বসেছিলাম আমি তোমার মাঝে। আয়নাতে মুখ দেখলে কেবল নিজের দিকে চাইলে না-- রূপের নেশায় চোখ মাতালে অরূপ রূপকে জানলে না-- পৃথিবীর জলছবিতে মন মেলাতে পারলে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.