আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ ঃ বিশ্বের ১০টি বিউটিফুল মসজিদ

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে তাহার স্থান জান্নাতে হইবে। (আল-হাদিস) মসজিদ নির্মাণ সদকায়ে জারীয়ার অন্তভূক্ত। (আল-হাদিস) মসজিদ নির্মাণকারীর জন্য জান্নাতে মসজিদের ন্যায় গৃহ নির্মাণ করা হয়। (আল-হাদিস) মসজিদ সমুহ জান্নাতের বাগান।

(আল-হাদিস) জান্নাতের উদ্দেশ্য মসজিদে গমনকারীর প্রতি প্রদক্ষেপ একটি করিয়া নেকী লিখিত হয় এবং তাহার্ একটি করিয়া গুনাহ মুছিয়া দেওয়া হয়। (আল-হাদিস) একটি সুন্দর মসজিদ একটি বাড়ী/গ্রাম/শহরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। মসজিদ অধিক প্রিয়। তাহার পরই তার তার সকল স্থান হইতে বাজার সমধিক অপ্রিয়। (আল-হাদিস) কেয়ামতের দিন সাত ব্যক্তি আরশে এলাহির ছায়ায় স্থান লাভ করিবে।

তাহাদের মধ্য অন্যতম হইল সে ব্যক্তি যাহার মন মসজিদে পড়িয়া থাকে। প্রিয় মুসলিম ব্লগার ভাই ও বোনেরা নিজ বাড়ীতে বা মহল্লায় মসজিদ নির্মান কাজে সহযোগিতা করুন। আল্লাহ তায়ালা নিকট সব স্থান অপেক্ষা ছবি ফেসবুক থেকে নিয়েছি।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।