আমাদের কথা খুঁজে নিন

   

এমন একাকী জীবন ভালো লাগেনা আমার বিষন্ন দিনের শেষে।বিষন্ন রাতের শেষে।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

এই দূর পরবাসে তারা গুনি আকাশে আকাশে কাটি নিঃসঙ্গ রাত্রিগুলো। । মাঝে মাঝে সপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড়বেশী এলোমেলো। মনে পড়ে যায় বন্ধুদের আড্ডামুখর প্রহর বহু উল্লাসে ভরা প্রিয় শহর।

। সেইখানে হয়তো সবাই ব্যাস্থ, মিলেনা সময় তবুও সেখানেই ফিরে যেতে চাই ফেরারী হৃদয়। এমন একাকী জীবন ভালো লাগেনা আমার বিষন্ন দিনের শেষে। বিষন্ন রাতের শেষে। মনেপড়ে যায় কখনো পুরোনো তুমাকে প্রতিটি কষ্টমাখা দিনের ফাঁকে।

। হয়তো বদলে গেছো, হয়ে গেছো অচেনা তুমি তবু তুমাকে ফিরে ফেতে চাই দূরের আমি এমন একাকী জীবন ভালো লাগেনা আমার বিষন্ন দিনের শেষে। বিষন্ন রাতের শেষে। এই দূর পরবাসে তারা গুনি আকাশে আকাশে কাটি নিঃসঙ্গ রাত্রিগুলো। ।

মাঝে মাঝে সপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড়বেশী এলোমেলো। টুলুর এই গানটি অসাধারণ, চমৎকার-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।