আমাদের কথা খুঁজে নিন

   

খেলা দেখতে সাউথ আফ্রিকা যাইতাছি

তুইলা আছাড় দিতে মন চায়

খেলা দেখতে সাউথ আফ্রিকা যাইতাছি। তোমরা আমাকে অনেকদিন দেখনি। আমি ঘুমায়াছিলাম। জানোই তো একবার ঘুমালে ৯/১০ মাস পরে ঘুম ভাঙ্গে। হাজার হলেও বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হইতাছে।

না জাইগা উপায় আছে? কিন্তু আমার মেজাজটা একটু খারাপ হয়ে আছে। আমার ইচ্ছা ছিল আর কয়েকদিন পরে ঘুম থেকে উঠবো। কিন্তু একটা ইদুঁর আমার কানে সুরসুরি দিসে। ওরে খালি তুইলা আছাড় দিতে মন চাইসিলো। কিন্তু ওরে দিলো ও তো আর বাঁচবে না।

শুনছি নাকি ঐ ইদুঁরটাও এই ব্লগেই ব্লগ লেখে। এই কথা জানার পরে ওরে আর আছাড় দেই নাই। কিন্তু এর পরে এমন করলে কিন্তু আর কোন ছাড় দিমু না। এক্কেরে তুইলা আছাড় দিমু। যাই হোক তোমাদের মনে আছে আমার কান্দে উইঠা তোমরা ক্রিকেট খেলা দেখসিলা মিরপুর ষ্টেডিয়ামে? ষ্টেডিয়ামের বাহিরে বইসাই আমি খেলা দেখি।

আমার একটা সমস্যা হইলো খেলোয়াড়রা ভালো খেললে খালি নাচতে ইচ্ছা করে। কিন্তু আমি নাচতেও পারিনা। কারণ আমি যদি নাচ দেই তাহলে তো পুরা শহর কাইপা উঠবো। নাচতে না পারলে মাথা খারাপ হইয়া যায় তখন সব কিছু তুইলা আছাড় দিতে মন চায়। যারা দুষ্টামী করে তাদের আমি একদম পছন্দ করি না।

আমি কিন্তু সবার বন্ধু। এই সামনের একমাস দারুন কাটবো খেলা দেইখা। শোন তোমাদের সবাইকে বইলা রাখি আমি কিন্তু আর্জেন্টিনার ভক্ত। ঐ ম্যারাডোনা আছে না, ঐ ছেলেটার খেলা আমার খুব ভালো লাগতো। ও তো এখন কোচ হইসে শুনছি।

ব্রাজিলের খেলা আমার একদম ভালো লাগে না। ওদের খালি তুইলা আছাড় দিতে মন চায়। তোমরা কেউ যাবা নাকি আমার সাথে খেলা দেখতে। আমার কান্দে উইঠা খেলা দেখবা। আর সাউথ আফ্রিকা যাওয়ার পথে যত ব্রাজিলের খেলোয়ার আর সার্পোটার পামু সবগুলারে তুইলা আছাড় দিমু।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.