আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা (কবির জন্মদিনে) (৮১৬-৮২০)



১. ফুল ও অনল অন্তরে দ্রোহের অনল, প্রেমের ফুল; এক রবীন্দ্রনাথ অন্য নজরুল। ২. ঋণ আজ কবির জন্মদিন, বহন করতে চাই তার জন্মের ঋণ। ৩. বিদ্রাহী ফুলের জলসায় কবি যতটা নীবর, বিদ্রোহের হুংকারে ততটাই সরব। ৪. নজরুল ঝাঁকড়া চুলের নজরুল, দারিদ্রতার বাগানে জীবন্ত ফুল। ৫. আমন্ত্রণ ফিরে এসো কবি; একটি কবিতায় আঁকি বাংলার ছবি। ২৫/০৫/২০১০ প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর বেলা ২টা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।