আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমা,তোমার চিঠি

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

প্রিয়তমা, তোমাকে চিঠি লেখতাম, যদি এক টুকরো কাগজ পেতাম। প্রিয়তমা, ইথারে যদি তরঙ্গের খেলা না চলতো, কলমের ডগায় ভালবাসা শব্দটা, কাগজের টুকরোয় তোমাতেই লেখা থাকতো। প্রিয়তমা, পরমানন্দে মন যখনই ছুটে চলে, আমি ভাবি ঠিক আছি, সেল ফোনে ছবি দেখি, ছোট হওয়া জানালায় হাওয়ারাও বলে, চলছে তো সব রঙ নিয়েই। দিন বাড়ে আশায় ঘিরে, আমি ভাবি,চিঠিটা না হয় পরেই লিখি। প্রিয়তমা, চিঠিটা লেখা হয়নি ভুল করে, যে ভুলে আমি ভুলে গেছি, অশ্রুরা তাই বর্ষা ঝরে । তোমাকেই চিঠি লেখতাম, যদি এক টুকরো কাগজ পেতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।