আমাদের কথা খুঁজে নিন

   

গুনি জামায়ের গল্প

আমি আপনেদের মাঝে মিশে থাকতে চাই ।

এক দিন, মা ছেলেকে বললো বাবা বৌমা কয়ক দিন হয়ে গেলো বৌমা বাপের বাড়ি গেছে। তুই গিয়ে নিয়ে আয় মায়ের কথায় ছেলে বললো আচ্ছা ঠিক আছে। তখন মা বললো বাবা এইতো প্রথম শশুর বাড়ি যাচ্ছিস তো ভালো মন্দ কি খেলি এসে আমায় বলবি। ছেলে বললো আচ্ছা মা থিক আছে।

তখন সকাল ১০টা ছেলে বললো আচ্ছা মা এখন তাহলে যায় ঠিক আছে। যা যা বলেছি তা মনে রাখবি কিন্তু। তাহলে এখন যাই মা মা যা বাবা যা । ছেলে মনের আনন্দে শশুর বাড়ি যাচ্ছে । মনজেন বাবুই পাঁখি দুড়ের পথ তার পড়েউ যেন তবোও দুরে নয়।

বিকালে শশুর বাড়ি পৌছে গেছে বিড়ানি বেগুন ভাজা মাছ ভাজা গরুড় মাংসতের ঝাল তরকাড়ি মুরগিড় রোষ্ট আর অনেক কিছু খেয়ে পেট ভরে র্টাম রাতে আর খেতেই চায়না শাশুড়ি না বাবা তুমি আমাদের নতুন জামাই কমকরে হলেউ খেতেই হবে। অনেক রিকোয়েস্টে আল্প খেয়ে কোন রকম রাত পোহানোর পরে বললো। আমি সকাল সকালেই বাড়ি যাবো শাশুরি বললো কিগো বাবা এতো তারা তারি আরও কয়েক দিন থেকে যাও জামাই না মা থাকা জাবে না। শাশুরি তাহলে বিকালে যেয়ো কেমন তখন জামাই বললো ঠিক আছে । বিকালে বাড়ির উর্দ্দেশে রৌনা দিলো কিছু দূড় যাওয়ার পড়ে তার টয়লেটের সর্মষা টয়লেটের করতে গিয়ে সব কিছু ভুলে গেছে ।

তখন তার কিছুই মনে করতে পারছে না। সে বলতে লাগলো নাই নাই ফাক্কা নাই নাই ফাক্কা। এমন সময় নদীর মাঝে একজন মাছ ধরার জন্য একথা শুনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।