আমাদের কথা খুঁজে নিন

   

রানী এলিজাবেথের খেলা দেখা



সামনে বিশ্বকাপ ক্রিকেট। তার উত্তেজনা ছড়িয়ে পড়েছে সবখানে। রানী কি দক্ষিন আফ্রিকা যাবেন খেলা দেখতে, কোন খেলা, কখন? আসলে রাজা রানী অনেক কিছুই করতে পারেন। তাদের ওপর কেউ নেই যে মত নিতে হবে! শাসন-বারনও নেই। তারপরও তারা স ব কিছু করতে পারেন না।

করেন না। কারন তারা বইয়ের রাজা রানী নন। হাল আমলের বাস্তবের রাজা রানী। আগেকার দিনে তাদের খেলা দেখার বিশেষ ব্যবস্হা হোত। নিজেদের জন্য সংরক্ষিত উঁচু আসন থেকে তারা খেলা দেখতেন।

কোন কোন খেলায় খেলোয়াড় একজন না মরা পর্যন্তও খেলা চলতো। একজনকে হারতে হবেই। এ আমরা বই এ পড়েছি। সিনেমাতেও দেখেছি। খবর হোল, ব্রিটিশ রাষ্ট্রপ্রধান রানী এলিজাবেথ উইম্বলডনে যেয়ে গ্রাসকোটে খেলা দেখবেন বলে মত দিয়েছেন।

৩৩ বৎসর পর। এর আগে ১৯৭৭ সালে তিনি উইম্বলডনে খেলা দেখেছিলেন। ২৪শে জুন টুর্নামেন্টে উপস্হিত থাকবেন। দর্শকরা খেলা তো দেখতেই পাবে। সাথে থাকবে রানীর সাথে খেলা দেখতে পারার বাড়তি আমেজ ও উত্তেজনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।