আমাদের কথা খুঁজে নিন

   

নামাজ িক শুধু এবাদত ?

a simple man

আল্লাহর উপর ঈমান আনার পর সবচেয়ে বড় হুমুম হল নামাজ। পবিত্র কোরআনে ৮০ থেকে ৮২ বার এই নামাজ আদায় করার জন্য বলা হয়েছে। হাদিশ শরিফে নামাজ কে মানুষের মাথার সাথে তুলনা করে বলা হয়েছে যে, মাথা ছাড়া যেমন মানুষ হতে পারে না তেমনি নামাজ ছাড়া কোন মুসলমান হতে পারে না। নামাজ শুধু এবাদতের নাম নয় নামাজ আদায়ের হুকুম যখন আল্লাহ তায়ালার পক্ষহতে আসল তখন সাহাবা (রাঃ) সকলে খুশি হয়েছেন এবং মহানবি (সাঃ) কে তারা বল্লেন আমরা এতদিন আল্লাহর তায়ালার বিভিন্ন ভান্ডার এর কথা শুনেছি কিন্তু কি ভাবে তা থেকে নিব তা জানা ছিল না । আল্লাহর মেহেরবানীতে আমরা নামাজ পেয়েছি এখন নামাজের মাধ্যমে আল্লাহর থেকে নিতে পারব।

সাহাবাদের জীবনি দেখলে দেখা যাবে যখনই কোন ধরনের সমস্যা পতিত হয়েছে তারা সাথে সাথে নামাজে দাড়িয়েছেন। এবং নামাজের মাধ্যমে সমস্যার সমাধান করেছেন। কাহারো খাবারের দরকার তারা নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইছেন। এক সাহাবীর বর্ননা আছে সে নামাজ আদায় করে তার মরা গাধাকে জিবিত করেছিলেন। আল্লাহর নবী সাঃ যখন কোন সমস্যা সামনে আসলে তিনি নামাজে দাড়াতেন।

মূলত নামাজ এমন একটি হাতিয়ার যার দ্বারা দুনিয়া ও আখেরাতের সকল সমস্যার সমাধান করা যায়। যা সাহাবা দের জীবনিতে তারা তা করে দেখিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.