আমাদের কথা খুঁজে নিন

   

জোকস.... পড়ন্ত দুপুরে সতেজ হউন !!!

আগামীর স্বপ্নে বিভোর...

সবাই বলেন মানুষকে কাঁদানো সহজ কিন্তু হাসানো কঠিন। আর কঠিন কাজ গুলো আমাকে দিয়ে কখনোই হয়নি আর হবে বলেও মনে হয়না। তারপরও একটা সুযোগ নিলাম দেখি হাসাতে পারি কিনা। জোকসগুলো পড়ে আমি এখনো খুব হাসি। ১. মানসিক রোগীর রোরশাখ ইঙ্কব্লট টেস্ট নিচ্ছেন মনোচিকিৎসক।

হিজিবিজি কিছু কালির ছোপ রোগীকে দেখানো হয় এ টেস্টে। প্রথম কার্ডটা এগিয়ে দিলেন তিনি। 'বলুন তো এটা কিসের ছবি ?' 'একটা ছেলে একটা মেয়েকে জাপটে ধরে চুমু খাচ্ছে। ' দ্বিতীয় ছবিটা এগিয়ে দিলেন ডাক্তার। 'এটা কিসের ছবি বলুন তো ?' 'ঐ ছেলেটা এবার মেয়েটার জামাকাপড় খুলে ফেলছে, আর মেয়েটা চেঁচাচ্ছে হাঁ করে।

' আরেকটা ছবি এগিয়ে দিলেন ডাক্তার। 'এটা কিসের ছবি বলুন তো ?' 'ছেলেটা মেয়েটার চুল টেনে ধরে ঘাড়ে কামড় দিচ্ছে, আর মেয়েটা খিখি করে হাসছে। ' ডাক্তার আর পারলেন না। 'দেখুন, রিয়াদ সাহেব, আপনার রোগ খুব জটিল পর্যায়ে পৌঁছে গেছে। আপনার মনটা খুবই নোংরা, আমি বলতে বাধ্য হচ্ছি।

' রিয়াদ সাহেব চটে আগুন। 'নিজে যত রাজ্যের নোংরা ছবি এগিয়ে দিচ্ছেন আমাকে, আর বলছেন আমার মন নোংরা ?' ২. : কমিশনার সাহেব বাসায় আছেন ? : কেন ? : আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার। : তিন মাস পরে আসেন, উনি নারীঘটিত কেসে ছয় মাসের জেলে আছেন। ৩. প্রশ্নঃ চাঁদে একজন রাজাকার। এর মানে কী ? উত্তরঃ সমস্যা।

প্রশ্নঃ চাঁদে দু’জন রাজাকার। এর মানে কী ? উত্তরঃ মহা সমস্যা। প্রশ্নঃ গোটা রাজাকার সমাজ চাঁদে। এর মানে কী ? উত্তরঃ পৃথিবীতে সমস্যার সমাধান !! ৪. আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে: বেকারদের খেলা: বাস্কেটবল। শ্রমিকদের খেলা: ফুটবল।

ফোরম্যানদের খেলা: বেসবল। ম্যানেজারদের খেলা: টেনিস। সিইওদের খেলা: গলফ। সিদ্ধান্ত: কর্পোরেট কাঠামোতে যে যত উঁচুতে, তার বল তত ছোট। ৫. বাবা ছেলেকে অনেকক্ষণ ইংরেজির গ্রামারের ভয়েস চ্যাঞ্জ করা শেখানো পর...... বাবাঃ বলতো I make a mistake এর passive voice কী হবে? ছেলেঃ I was made by a mistake. ৬. রোগী : ডাক্তার সাহেব আমি খুব চুলকানির সমস্যায় ভুগছি।

দয়া করে আমাকে একটা ওষুধ দিন। ডাক্তার : দোকান থেকে এই ওষুধটা কিনে নিন। রোগী : এতে কি চুলকানি সেরে যাবে? ডাক্তার : আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি। যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন। আরো জোকস পড়তে আমার আগের পোষ্টগুলো দেখুন অথবা এইখানে ক্লিক করুন...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.