আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি এবং মানুষের প্রতি ভালোবাসা থেকে নির্মিত ব্লগ “হার্বাল হ্যাপি হেলথ” একটি স্বাস্থ্যসেবা মূলক ব্লগ

প্রকৃতির সাথে মানুষের বন্ধন চিরন্তন। হাজার হাজার বছর আগে থেকে মানুষের বিভিন্ন রোগে উদ্ভিদের ব্যবহার হয়ে আসছে। অধুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপে বলা হয়েছে, এশিয়া ও আফ্রিকার প্রায় ৮০ % মানুষ বিশেষ বিশেষ প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে হার্বাল ঔষধ ব্যবহার করে। পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় ইউরোপ-আমেরিকাতেও এই ওষুধের কদর ক্রমশ বাড়ছে। আমাদের দেশে হার্বাল চিকিৎসা তথা ঔষুধি গাছ নিয়ে বিস্তর গবেষনা হচ্ছে।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ এর সাবেক পরিচালক খন্দকার মো. ইসমাইল বছরের বছর গবেষনা করে এবং আদিবাসিদের চিকিৎসাশাস্ত্র ফার্মাকোপিয়া থেকে অর্জিত জ্ঞান নিয়ে বই লিখেছেন, মেডিসিনাল নলেজ এন্ড প্লান্ট অব চিটাগং হিল ট্রাকস। Ethnobotany তে (relationship between people & plants) বাংলাদেশের প্রথম পিএইচ.ডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ আরেক সাবেক পরিচালক মিলে গড়ে তুলেছেন বাংলাদেশের বৃহৎ Medicinal Plants Database of Bangladesh. বিশ্বজুড়ে বিজ্ঞানসম্মত ভাবে হার্বাল ওষুধের ব্যবহার ব্যপক বিস্তার লাভ করছে। প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা-বিশ্বাস, সহজলভ্যতা, স্বল্পমূল্য এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীনতার কারণে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ কথাঃ এই ব্লগের চিকিৎসা বিধি বিধানগুলো বিশ্বস্থ, নির্ভযোগ্য সূত্র হতে সংগ্রহ করা হয়েছে। যেমন- বাংলাদেশের জাতীয় ই-তথ্যকোষ, ড. শামসুদ্দিন আহমেদের দু’টি বই লোকজ চিকিৎসায় ভেষজ উদ্ভিদ ও ঔষুধি উদ্ভিদ (পরিচিতি, উপযোগিতা, ব্যবহার), নিশিথ কুমার পালের ভেষজ উদ্ভিদের কথা, হামদার্দ ও মডার্ন হার্বালের বিভিন্ন প্রকাশনা, প্রথম সারির জাতীয় পত্রিকার স্বাস্থপাতা, প্রভৃতি উৎস হতে সংগ্রহ করা হয়েছে।

বিঃদ্রঃ www.herbalhappyhealth.wordpress.com ব্লগটি ভিজিট করে আপনাদের মূল্যবান পরামর্শ দেয়ার জন্য অনুরোধ রইলো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।