আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার/কবি সেবু মোস্তাফিজ এর আসুন একটা কবিতা লিখি.....এবং অতপর...

আহত উড়াল

ব্লগার/কবি সেবু মোস্তাফিজ তার একটি চলমান কবিতায় অংশগ্রহনের জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছেন। দৃষ্টিভঙ্গির ব্যবধানে আলোচনা-সমালোচনা যাই থাক, পোস্টটি পড়ে একপ্রকার ভাবনাহীন ভালোলাগা তৈরী হলো। সেই সহজ ভালোলাগা থেকেই জন্ম নিল অংশগ্রহনের কৌতুহল। আসুন একটা কবিতা লিখি একটা স্বপ্নের ছবি আঁকি সমবেত ইচ্ছের অক্ষর বুনে দিই আকাঙ্খার পাললিক মৃত্তিকায়, দামাল কৃষকের মত তারপর, পিঠে রোদ মেখে পরিচর্যা করি সমূহ মাঙ্গলিক ফসল। ঐশ্বরীক ধ্যানের মত গভীর মমতায় লালিত হবে আমাদের কবিতা, খরা ও ব্ন্যার অবহেলায় যতই আহত হোক আমাদের যুথবদ্ধ শুশ্রূষায় আমারা পৌছবোই নবান্নের উৎসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।