আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহ বিচ্ছেদ মেলা



মিলান, ০৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে বিবাহ বিচ্ছেদ মেলা। ৮ ও ৯ মে মিলানে অনুষ্ঠিত এ মেলায় বিবাহ বিচ্ছেদে আগ্রহী দম্পতিদের নতুন জীবন শুরুর চমৎকার সব পরামর্শ দেওয়া হবে। মেলার আয়োজকরা 'ডব্লিউ ডব্লিউ ডব্লিউ পুনতোয়েকাপো ডট ইট' ওয়েবসাইটে জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদকারীদের নতুন করে সুখী জীবনের খোঁজ দেওয়াই মিলানে অনুষ্ঠিত এ মেলার উদ্দেশ্য। মেলার আয়োজক ফ্রাঙ্কো জেনেত্তি রয়টার্সকে বলেন, "আনন্দফুর্তি মেলার মূল লক্ষ্য হলেও জীবনের নাটকীয় পরিস্থিতিতে জরুরি ও সময়োচিত পরামর্শ দেওয়া হবে এখানে। " এছাড়া, বিচ্ছেদ পরিকল্পনার পাশাপাশি মানসিক সান্ত্বনা দেওয়া ছাড়াও চেহারায় পরিবর্তন আনতে সৌন্দর্য চর্চার নানা টিপসও দেওয়া হবে এ মেলায়।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন অঞ্চলের বিবাহ বিচ্ছেদে আগ্রহীরাও মিলানের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর থেকে ডিভোর্স উপহারের তালিকায় নিজেদের নাম লেখাতে পারবে। ইতালির পরিসংখ্যান সংস্থা আইএসটিএটি'র তথ্য মতে, প্রতি বছরই ইতালিতে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। আইএসটিএটি জানায়, ইতালিতে ২০০৭ সালে এক লাখ ৩০ হাজারেরও বেশি দম্পতি বিবাহ বিচ্ছেদ করেছেন। আগের বছরের তুলনায় তা ৩ শতাংশ বেশি। অন্যদিকে, ১৯৭২ সালের তুলনায় ২০০৮ সালে বিবাহের সংখ্যা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।