আমাদের কথা খুঁজে নিন

   

জটিল বিষয়ে সহজ সমাধান

h

দাম্পত্য জীবন পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা। এমনি করেই চলছে জগৎ, বাঁচা বাড়ায় ফাঁকা। । জনন নীতি মৃত্যুকালে যে ভাব ধরে, ছেড়ে শরীর যায় জীবন। জন্মে আবার তেমনি স্থানে, ওই ভাবের পথ পায় যখন।

২। ব্যবসা সময মতন ভাল জিনিস অল্প ধরে নিস্ রে কিনে প্রয়োজনটি দেখলে চড়া সুবিধায় দিস বাজার চিনে। ৪। ব্যবসার প্রিয় চরিত্র কী, শুনবি কিরে তা’ ঘোষন- দক্ষ নিপুন স্বভাব, সেবায় কুশলতা। ৫।

আসল ভেঙ্গে যে জন খায়, ব্যবসায় সে চুলোয় যাক। ১৩। লাভের বেশি করলে খরচ, টিকতে জেনো পারবেনা দেনায় ব্যবসা ডুবেই যাবে, নিজেরও কিছু রইবেনা। ১৪। লাভের অর্ধেক করবি খরচ সেইটি জানিস সমীচিন এ না করে ধরলে ব্যবসা দিনে দিনে হবেই ক্ষীণ ।

১৮। দারিদ্র আলস্য আর অবিশ্বাস, আত্মশ্লাঘা, কৃতঘœতা দারিদ্রকে খুঁজছো কোথায়? এদের কাছে দারিদ্রতা। ১। আগম নাইকো ঘরে― খরচের বহর বাড়ালি কেবল মরবি না কি করে? দরিদ্রতার শ্রেষ্ঠ বর নেওয়ায় গরজ, দেওয়ায় ডর। ৪।

সমাজ পড়শিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি নাকি। যা ছুটে যা, তাদের বাঁচাÑ তারাই যে তোর বাঁচার পুঁজি। ১২। বাণীগুলো দিয়েছেন শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র। সম্পাদনায়: বৃন্দদ্যুতি চৌধুরী রিন্টু , পরিচালক, শ্রেয় অন্বেষা (শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র ’র আদর্শ ও কর্ম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।