আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় এডমিনিস্ট্রেসন সার্ভিস পরীক্ষায় প্রথমদিকের কিছু পরীক্ষার্থীর উত্তর -১ !



প্রশ্ন: কিভাবে তুমি না ভেঙ্গে একটা ডিম কনক্রিট মেঝেতে ফেলবেন? উত্তর: কনক্রিট মেঝে ভাঙ্গা খুব কষ্টের প্রশ্ন: যদি ৮ জন লোক মিলে একটা দেয়াল নির্মান করা যায় তবে ৪ জন ওই দেয়াল নির্মান করতে কতো সময় লাগবে? উত্তর: কোনো সময় ই লাগবেনা যেহেতু ওটা নির্মিত হয়ে গেছে প্রশ্ন: যদি আপনার এক হাতে তিনটা আপেল, চারটা কমলা এবং অন্য হাতে চারটা আপেল আর তিনটা কমলা থাকে, তাহলে কি আছে তোমার? উত্তর: বিশাল হাত প্রশ্ন: কিভাবে আপনি এক হাতে একটা হাতি উঠাবেন? উত্তর: এটা কোনো ব্যাপারই না, যেহেতু আপনি এক হাতযুক্ত কোনো হাতি পাবেন না প্রশ্ন: কিভাবে একজন মানুষ ৮ দিন না ঘুমিয়ে থাকতে পারে? উত্তর: কোনো ব্যাপার না, রাতে ঘুমাবে প্রশ্ন: আপনি যদি একটা লাল পাথর নীল সমুদ্রে ফেলেন তাহলে কি হবে? উত্তর: সিম্পলি ভিজে বা ডুবে যাবে প্রশ্ন: অর্ধেক আপেল দেখতে কেমন? উত্তর: অন্য অর্ধেকের মত প্রশ্ন: আপনি সকালের নাস্তায় কি কখনো খেতে পারবেন না? উত্তর: রাতের খাবার প্রশ্ন: চাকা আবিষ্কার হওয়ার পরে কি হয়েছিল? উত্তর: বিপ্লব ঘটেছিল প্রশ্ন: বঙ্গোপসাগর কি অবস্থায় আছে? উত্তর: তরল

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.