আমাদের কথা খুঁজে নিন

   

আজব হাতি

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে

আমার নানা বলেন সবার কাছে তার নাকি এক মস্ত হাতি আছে নিত্য নানা ঘুমান হাতির সাথে সেই হাতিটার পোকা ভরা দাঁতে কিন্তু হাতি বলতে পারে কথা সবার মত খায়না গাছের লতা সেই হাতিটার তিন বেলা ভাত মাপা তা-না পেলে ভাঙ্গে নানার চাপা সব বিষয়ে হাতিটা বেশ চতুর পুষতে তাকে নানা আমার ফতুর তাইতো নানা করেন শুধু দোয়া হাতিটা তার যায়না কেন খোয়া? আমরা তখন ডজন খানেক নাতি দেখতে গেলাম আজগুবি সেই হাতি কিন্তু আমরা তখন কি আর জানি সেই হাতিটা আমাদেরই নানী!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।