আমাদের কথা খুঁজে নিন

   

স্পেন-Either Now Or Never



সত্যি বলতে কি,আমি যদিও ব্রাজিল এর সাপোর্টার এবং আর্জেন্টিনাকে নিয়ে বরাবরের মতই এবারও খুব লাফালাফি হচ্ছে(আর্জেন্টাইন সমর্থকরা ক্ষমা করবেন,প্লিজ),তবুও যারা ফুটবল সম্পর্কে একটু-আধটু খোঁজখবর রাখেন,তারা সবাই একবাক্যে স্বীকার করবেন যে,এবারের বিশ্বকাপের সবচেয়ে ব্যালান্সড টিমটি হচ্ছে স্পেন। ওদের গোলপোস্ট থেকে শুরু করে ফরোয়ার্ড লাইন পর্যন্ত যতোটা না তারকা প্লেয়ারের সমারোহ,তার চেয়ে বেশী আছে কাজের ফুটবলার। এবং আশার কথা এই যে,দলের প্রায় সবাই এই মুহূর্তে ফর্মের চূড়ায় রয়েছেন। গোলপোস্টে আছেন ক্যাসিলাসের মত অতন্দ্র প্রহরী। দলকে নেত্‌ত্বও দেবেন তিনি।

তার সামনে ডিফেন্সে দুর্ভেদ্য দুর্গ তৈরি করবেন পিকু,পিউল আর রামোস এর মত ডিফেন্ডাররা। স্পেনের ডিফেন্সের সাথে এই মুহূর্তে তুলনা দেয়া যায় কেবল লুসিও,মাইচন আর আল্ভেস সম্‌দ্ধ ব্রাজিল এর ডিফেন্সের। এদের প্রত্যেকের ই আবার দলের প্রয়োজনে মাঠের উপরে উঠে খেলার আশ্চর্য ক্ষমতা আছে যা এদের অন্যান্য দলের তুলনায় এগিয়ে রাখবে নিঃসন্দেহে। মিডফিল্ডে বলের দখল এ যদি খেলার নিয়ন্ত্রক হয়,তবে স্পেন এই সময়ে বিশ্বসেরা,এটা স্পেনের অতি বড় সমালোচক ও স্বীকার করবেন। যে দলে আছেন জাভি,ইনিয়েস্তা আর ফাব্রেগাস এর মত যাদুকর,তাদের আর ভয় কিসে?জাভি আর ইনিয়েস্তা আবার ক্লাব ফুটবলেও একই দলে খেলেন(বার্সায়)।

স্বভাবতই তাদের মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে। বলতে ভুলে গেছি,পিকু,পিউল ও কিন্তু বার্সার প্লেয়ার। সুতরাং,ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড পর্যন্ত একটা মানসিক বোঝাপড়া তৈরি হয়া আছে,যা অন্যান্য অনেক দলেই নেই। সবশেষে গোল দেবার দায়িত্বে আছেন টোরেস(আমার খুবই ফেভারিট প্লেয়ার) ও ভিলা। টোরেসের দল লিভারপুল এ মৌসুমে খারাপ করলেও টোরেস কিন্তু তার গোলবন্যা অব্যাহত রেখেছেন।

এখন বিশ্বকাপে এই ধারা অব্যাহত থাকলেই হয়। সুতরাং,বুঝতেই পারছেন,আমার বাজির ঘোড়া এবার স্পেন। স্বপ্নের একটা টিম নিয়ে এবার যাত্রা করেছে ওরা। আর আমার মত আরো অনেকের এ দলটিকে নিয়ে ধারনা---Either Now Or Never। কদিন আগে আমি ব্রাজিলের উপর একটি পোস্ট দিয়েছিলাম।

এরপর ভাবলাম,আর্জেন্টিনা কে নিয়া একটি পোস্ট দেয়া যায়। কিন্তু,দলটির ডিফেন্স আর মিডফিল্ড দেখে আমি এতই হতাশ যে,আর পোস্ট দেবার ইচ্ছা হয়নি। আমার কোন ব্লগার বন্ধু যদি এ দলটি নিয়ে কোন পোস্ট দিতেন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।