আমাদের কথা খুঁজে নিন

   

ওই পদচিহ্ন ধরে

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

ওই পদচিহ্ন ধরে কাল-পথে কালান্তরের কিছু পদচিহ্ন আমি আবার যাবো ওই পদচিহ্ন ধরে মিশে যেনো আছে অদৃষ্টের ক’টি রেখা সে পথের কোন এক প্রান্ত-বিন্দু-পরে হয়তো কাল-শিশির ধুয়েছে কিছু দাগ হয়তো লুকিয়েছে সময়-আস্তরন তলে যাক্‌না, ধুয়ে গেলে সহজেই যাক্‌না খুঁজে নেবে মানস-আঁখি কোন ছলে বক্ষ হতে চিহ্নসব মুছে যায়ও যদি রয়ে তো যেতে পারে ছায়া-গন্ধ কিছু “ছায়া-গন্ধ” অতিন্দ্রীয়-অনুভবে ধরে সন্ধানী চোখে চলে যাবো তার পিছু ধোঁয়াটে রাতের অন্তিম-সীমান্তে প্রতিক্ষার প্রহর গুনছে কি চেয়ে ঝলমলে কোন এক প্রভাতী অরুন-রেখা যে প্রতিচ্ছায়া জন্মান্তরের সঙ্গি যে ছবির বসত হৃৎ-স্পন্দনে হতেও পারে তার সাথে আকস্মিক দেখা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।