আমাদের কথা খুঁজে নিন

   

অস্ত্রচুক্তি, আলোচনার জন্য ওমান সফরে কেরি

ওমান স্থল-ভিত্তিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে। এ ব্যবস্থা তাদের জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্র কিংবা চালক বিহীন বিমান (ড্রোন) হামলা থেকে সুরক্ষা দিতে সহায়ক হবে। কেরির সঙ্গে ওমান সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সাংবাদিকদের একথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, চুক্তির বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা এখনো চলছে এবং অস্ত্র বিক্রির চূড়ান্ত মূল্যে হেরফের হতে পারে। কেরি অস্ত্র চুক্তি সইয়ের সময় উপস্থিত থাকবেন কিনা তা পরিষ্কার নয় বলেও জানান তিনি।

ওমানের অবস্থান ইরানের বিপরীতে হরমুজ প্রণালীতে। এই প্রণালী দিয়ে বিশ্বের সমুদ্রপথে সরবরাহকৃত তেলের ৪০ শতাংশই এ প্রণালী দিয়ে নিয়ে যাওয়া হয়। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশ ওমান। অঞ্চলটিতে এক সপ্তাহব্যাপী সফরের প্রথমেই ওমানে গেলেন কেরি। তার সফরকালে ওমানের সুলতানের সঙ্গে প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনাও।

এরপর সিরিয়া নিয়ে আলোচনা করতে কেরি আম্মানে যাবেন। এরপর ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করা নিয়ে আলোচনা করতে তিনি যাবেন জেরুজালেম এবং রামাল্লায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.