আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালির এভারেস্ট জয়



এবার পশ্চিমবঙ্গের দুই সন্তান বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয় করে নজির সৃষ্টি করেছেন। গতকাল সোমবার সকাল পৌনে আটটার সময় এই দুই বাঙালি পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন।পেশায় ব্যাংকার বসন্ত সিংহ রায়ের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চবি্বশ পরগনা জেলার পলতায় এবং ব্যবসায়ী দেবাশীষ বিশ্বাস নদীয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দা। পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ দুই বাঙালি রাজ্যে ফিরে এলে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। তিনি বলেন, 'রাজ্য সরকার তাঁদের গর্বের অংশীদার। সরকার এ দুজনের পর্বতারোহণে আর্থিক সহযোগিতা দিয়েছে।' মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন। মহাকরণ থেকে জানানো হয়েছে, ১০ মে এভারেস্টের চূড়ায় ওঠার যাত্রা শুরু করেন বসন্ত সিংহ ও দেবাশীষ বিশ্বাস।উল্লেখ্য যে, ১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালের তেনজিং নোরগে প্রথম হিমালয়ের চূড়ায় পা রাখেন। তো তাদের জন্যশুভকামনা............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.