আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে বাংলা অভিধান



ইন্টারনেটে বিভিন্ন ওয়েব সাইটে বেশ কিছু বাংলা অভিধান আছে যাদের মধ্যে কতকগুলো আছে ইংলিশ টু বাংলা আবার কতকগুলো আছে বাংলা টু ইংলিশ। এদের মধ্যে আবার কতকগুলো আছে ফ্রি ডাউনলোড করার যোগ্য আবার কতকগুলো আছে শুধুই অনলাইনে ব্যবহার করার উপযোগী। এসব অভিধানের মধ্যে কোনটির কিরকম সুবিধা বা অসুবিধা সেটা জানা থাকলে এবং প্রয়োজন অনুযায়ী সেরকম কয়েকটি অভিধান ডাউনলোড করে রাখলে বা সাইটগুলোর ঠিকানা মুখস্ত করে রাখলে প্রয়োজনের সময় খুব সহজেই অল্প সময়ের মধ্যে কাঙ্খিত শব্দটি খুজে নেওয়া যেতে পারে। নিচে আমার জানা এধরনের কয়েকটি সাইট এবং সফট সম্পর্কে আলোচনা করা হলো – অনলাইনে ব্যবহার যোগ্য কিছু অভিধানের সাইট – অ্যারে বাংলা অভিধান – এই সাইটে ইংরেজি থেকে বাংলা/ইংরেজি এবং বাংলা থেকে ইংরেজি/বাংলা উভয় ধরনের অভিধানই রয়েছে। তাছাড়া যেকোন শব্দ বিষয়ভিত্তিক ভাবে সার্চ করার ব্যবস্থাও আছে এখানে।

বাংলা লেখার জন্য কী-বোর্ড লে-আউট হিসেবে ব্যবহার করা হয়েছে বিজয় ও ইউনিজয় এবং ফন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিকোড ভিত্তিক সুতন্বী সোলাইমান লিপি ও বাংলা ওএমজে। কী-বোর্ড লে-আউট এবং ফন্ট দুটো সাইটের সাথেই এমবেড করে দেওয়া আছে। কাজেই বাংলা লেখার জন্য বা দেখার জন্য কোন সফট বা ফন্ট প্রয়োজন হবে না। সাইটটির ঠিকানা হল – http://www.ovidhan.org/ অনলাইন বাংলা অভিধান - এই সাইটেও ইংরেজি থেকে বাংলা/ইংরেজি এবং বাংলা থেকে ইংরেজি/বাংলা উভয় ধরনের অভিধানই রয়েছে। এই সাইটে অভিধান ডাউনলোড করার জন্য একটি পেজ বরাদ্দ রাখা হয়েছে তবে এখনও তা কার্যকর নয়।

আশা করা যায় ভবিষ্যতে হয়তো এটি কার্যকর করা হবে। বাংলা শব্দ প্রদর্শনের জন্য এখানে টেক্সট ভার্সন এবং ইমেজ ভার্সন নামে দুটি বিভাগ আছে। টেক্সট ভার্সনটি শুধুমাত্র উইন্ডোজ এবং ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করলেও ইমেজ ভার্সনটি প্রায় সকল অপারেটিং সিস্টেম এবং সকল ব্রাউজারেই কাজ করে। বাংলা লেখার জন্য এখানে রূপালী ফন্ট ব্যবহার করা করা হয়েছে এবং তা সাইটের সাথেই এমবেড করে দেওয়া হয়েছে। এই ফন্ট ব্যবহার করে কোন সফট ছাড়াই বিজয় কী-বোর্ডের লে-আউট অনুযায়ী বাংলা টাইপ করা যায়।

এই সাইটের আরেকটি বৈশিষ্ট হল এতে কোন শব্দ খুজে পাওয়া না গেলে তা সংযোজন করে দেওয়া যায়। কাজেই অভিধানটিকে সমৃদ্ধ করতে ভিজিটররা বড় ধরনের অবদান রাখতে পারেন। সাইটটির ঠিকানা হল – http://www.bangladict.org/ সংসদ বাংলা অভিধান - এই সাইটেও ইংরেজি থেকে বাংলা/ইংরেজি এবং বাংলা থেকে ইংরেজি/বাংলা উভয় ধরনের অভিধানই রয়েছে। তবে অন্যান্য সাইটের সাথে এর সবচেয়ে বড় পার্থক্য হল, অন্যান্য সাইটে শব্দগুলোর অর্থ খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। কিন্তু এখানে প্রতিটি শব্দের অর্থ পূর্ণাঙ্গরূপে ব্যাকরণগত উত্পত্তি সহকারে দেওয়া আছে, যেমনটি দেওয়া থাকে একটি আদর্শ অভিধানে।

বাংলা দেখার জন্য এখানে ইউনিকোড ভিত্তিক টেক্সট ব্যবহার করা হয়েছে তবে বাংলা লেখার জন্য কোন কী-বোর্ড সাপোর্ট দেওয়া হয়নি। কাজেই কম্পিউটারে বৃন্দা বা অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক ফন্ট থাকলেই বাংলা দেখা যাবে কিন্তু বাংলা লিখতে হলে উপযুক্ত কোন সফট ব্যবহার করতেই হবে। সাইটটির ঠিকানা হল – Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।