আমাদের কথা খুঁজে নিন

   

চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ রাখলেও বুধবার সকাল থেকে চা বাগানে যথারীতি কাজ চলবে বলে ইউনিয়নের নেতারা জানিয়েছেন।
মঙ্গলবার বেলা ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর সচিবালয়ে শ্রমমন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় চা শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
আড়াই ঘণ্টা আলোচনার পর মন্ত্রী রাজি উদ্দিন রাজু নেতৃবৃন্দকে বলেন, ২২ এপ্রিলের মধ্যে শ্রীমঙ্গলের লেবার হাউজ দখলমুক্ত, আগামী ১৫ দিনের মধ্যে ট্রেড ইউনিয়নের কয়েকটি মামলা নিষ্পত্তি, গঠনতন্ত্র সংশোধন করে ৩১ জুলাইয়ের মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবং মালিক ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মজুরি বৃদ্ধি করা হবে।
বৈঠকে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রী ও শ্রমিক নেতারা একটি চুক্তি স্বাক্ষর করেন।
সভায় শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী, চা শ্রমিক ইউনিয়ন লষ্করপর ভ্যালী সভাপতি অবিরত বাকতি, বাংলাদেশ চা জনগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিশংকর কর্মকার, হবিগঞ্জ জেলা আদিবাসী ফোরামের সভাপতি স্বপন সাঁওতাল ও সাধারণ সম্পাদক কাঞ্চন পাত্র উপস্থিত ছিলেন।
চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, শ্রীমঙ্গলের লেবার হাউজ দখলমুক্ত, শ্রমিকদের মজুরী বৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের সু-বন্দোবস্ত, কৃষি জমি বেদখলমুক্তকরণ, বছরে ২০ দিন ছুটি, ৬ মাস মাতৃত্বকালীন ছুটি এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ ২০ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট পালন করেন চা শ্রমিকরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।