আমাদের কথা খুঁজে নিন

   

সুযোগ এসেছে, আসেন সব অভ্রপ্রেমীরা মিলে আরেকবার কাগুরে আরেকটা ডিজিটাল গণপিটুনি দেই

কাজল আব্দুল্লাহ্ এর ব্লগ

কাগুরে ধোয়ার সুযোগ হাতছাড়া করতে মঞ্চায় না। আসেন সবাই মিলে আরেকবার কাগুরে ডিজিটাল গণপিটুনি দেই। কাগু আইজকা নিয়া লাইভ টকশোতে অংশ নিতাছে তাও আবার বাংলাদেশের প্রযুক্তিপণ্যের কপিরাইট নিয়া!!! কি হাস্যকর!!! নিচের খবরটা পড়ুন- এইডার মূল লিঙক হইলো- Click This Link (বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে বর্তমানে অভ্র বনাম বিজয় একটি মুখরোচক বিতর্ক। অভ্র বনাম বিজয় বিতর্কের সূত্রপাত হয়েছিলো মূলত মোস্তফা জব্বারের একটি কলামের সূত্র ধরে। যেটিতে তিনি দাবি করেছিলেন বিজয় হ্যাক করে অভ্র কিবোর্ড বানানো হয়েছে।

যাই হোক এগুলি সবাই মোটামুটি জানেন। অভ্রের সাথে বাংলাদেশের প্রায় সবকটি ব্লগ একাত্মতা ঘোষণা করেছিলো। এবং বাংলাদেশী ব্লগাররা প্রায় হামলে পড়েছিলো মোস্তফা জব্বারের বিরুদ্ধে। যেটিকে পরবর্তীতে মোস্তফা জব্বার উল্লেখ করেছেন ডিজিটাল-গণপিটুনি হিসেবে। অভ্র বনাম বিজয় বিতর্ক নিয়ে অনেক জল ঘোলা হলেও এখন পর্যন্ত এই বিতর্কের কোন সুরাহা হয়নি।

আজই প্রথম 'বাংলাদেশের প্রযুক্তি পন্যের কপিরাইট বিতর্ক’ শীর্ষক একটি টিভি অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি দর্শকদের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার এবং ডেটাসফট এর ম্যানেজিং ডিরেক্টর মাহাবুব জামান। বৈশাখী চ্যানেলে ৯:৪৫ মিনিটে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানটি সরাসরি ওয়েবকাস্ট করা হবে। যেটি দেখা যাবে http://www.digitalbangladesh.gov.bd এই সাইটের মাধ্যমে। এই সাইটে দর্শকরা আকর্ষনীয় এ বিতর্ক উপভোগ করার পাশাপাশি তাদের মতামত এবং মন্তব্যও পাঠাতে পারবেন। http://www.digitalbangladesh.gov.bd ও http://www.comjagat.com এই টকশো সরাসরি ওয়েবকাস্ট করবে।

অনলাইনের টকশো চলার সময় শ্রোতাদর্শকরা সরাসরি এই ওয়েবসাইট দুটির মাধ্যমে তাদের প্রশ্ন ও মন্তব্য প্রকাশ করতে পারবেন এবং উপস্থিত আলোচকগন প্রশ্নের জবাব দেবেন। আগ্রহী শ্রোতা দর্শকদের আগে থেকেই মন্তব্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। অনুষ্ঠানটি সরাসরি দেখুন, শুনুন, এবং অংশগ্রহন করুন, এবং আপনার মতামত দিন। ) আসেন আইজকা সব অভ্রপ্রেমীরা ফোন নিয়ে বসি। টকশোতে কাগুকে আরেকটি গণপিটুনি দেই।

ফোনে ভাগে না পাইলে অন্তত এই লিংকে অথবা এই লিংকে ক্লিক করে কাগুকে কমেন্টের মাধ্যমে আরেকবার ডিজিটাল গণ দেই। জব্বার কাগু আয় আইজকা। ডিজিটাল বাংলাদেশ সাইট থেকে এইখানে সব কমেন্ট এবং প্রশ্নগুলার লিংকও দিলাম প্লাস তুইলাও দিলাম। http://www.digitalbangladesh.gov.bd/blog.php?ID=88 Masud আমার কিছু প্রশ্ন: ১। আপনি কেন অভ্রের ডেভেলাপারকে "হ্যাকার" বললেন সেটা কি বুঝিয়ে বলবেন? ২।

আপনি কেন বললেন অভ্র দিয়ে যে সকল সাইট বানানো হবে, তা হ্যাকিং এর কবলে পড়বে? ৩। আপনি তিমাট্রিকের সফতওয়্যার চুরি করলেন? Bornomala Respected Mr. Jabbar please respond to the winds of changes. Avro symbolizes freedom of Bengali letters against any digital divide. This Oedipal conflict is unnecessary and unpleasant. damien thorne may i have the phone number????? fromdifferentblog Comments from Differnet Blogs ---------------------------------------------------- AVRO is a much better software than Bijoy. We can type with it fast. I request the company of AVRO to make an ASCI version of the software so that we can use it in publications. Kibhabe ekti free software amader Internet bebohar karider praner software hoye gelo ta Mr. Jabbar ke upolobdhi korte hobe. Amra layout bujhina. Shudhu bujhi AVRO amader proti diner shonge joriye ache. Jonab Mostafa Jabbar er kache ekti proshno? Thik koyti key alada hole ekti layout theke arekti layout prithok bole bibechito hobe? Many Internet users now do not use Unijoy layout. Instead they like to use Phonetic Layout. So, what is the problem if AVRO remove Unijoy layout from their software? গুগলে যে বাংলা টাইপিং সাপোর্ট দিছে তাতে অভ্র বা বিজয় উভয়েরই দিন ঘনিয়ে আসছে. মাইক্রোসফট ও এদিকে এসে পরেছে. তাই ১ বছর পর হয়ত বিতর্কটা হবে গুগল বনাম মাইক্রোসফট বিষয়ে. AVRO is best Bangla software. Even Daily Janakantha Potrika uses AVRO in their website: http://www.dailyjanakantha.com/help_bangla.php ইন্টারনেট জারা বেবহার করছেন তাদের প্রায় সবাই অভ্র এর জন্য বাংলা ভাষায় লিখতে পারছেন। অভ্র না থাকলে আমাদের বাংলা ভাষা অনেক পিছিয়ে থাকত। অভ্র বনাম বিজয় এর চলমান বিতরকে বাংলা ভাষার প্রতি সাধারন মানুষের আবেগ এর প্রকাশ যেভাবে ঘটেছে তা আমাদের ভবিশ্যতের জন্য হয়ত ভাল হবে। আমি বুঝতে পারছিনা অভ্র যারা বানিয়েছে তারা কেন ইউনিজয় লেআউটকে রাখার জন্য এত মাথা ঘামাচ্ছে।

ফনেটিক লেয়াউট দিয়ে আর বেশি আরাম করে টাইপ করা যায়। bangladesh e ekhon piracyr karone bideshi bhalo software kinte pawa jayna. e prblem solve kora dorkar. Abar online e software kenar kono scope nai. onek shomoy 500-600 taka onlline e pathate na pere onek bhalo software kena jayna. tai avro bonam bijoy eishob chinta bad diye kajer kothay ashun. Is there any news of national keyboard layout. Government should make a new layout and we all should get it free of cost. একদিকে বিজয় ছাড়া বাংলা প্রকাশনার কাজ করা যায়না আর অন্য দিকে বাংলা ওবেবসাইট মানেই অভ্র. আমরা পরেছি বিপদে. সরকারের উচিত কিছু একটা করা. এভাবে কতদিন আর জোরাতালি দিয়ে চলবে. সরকারের কি কিছুই করার নাই? বাংলা ভাষাতে এখনো ওসিআর, স্পীচ রেকগ্নিসন করা যায়না. এইসব ফালতু বিতর্ক বাদ দিয়ে পারলে এইসব আগে করুন. এখন পর্যন্ত একটা ভালো স্পেল চেকারের দেখা নাই. এইটা অন্তত করেন ভাই তারপর না হয় আলোচনা করা যাবে. fromdifferentblog AVRO is a much better software than Bijoy. We can type with it fast. I request the company of AVRO to make an ASCI version of the software so that we can use it in publications. kajalabdullah কি-বোর্ড লেআউট কাছাকাছি হলে সেটিকে কিভাবে হ্যাংকি বলে? এই অভিযোগ তো মোস্তফা জব্বারের আইটি জ্ঞান নিয়ে সন্দেহ জাগায়। আর অভ্র'র সাথে বিজয়ের ৮টি কিতে পার্থক্য আছে সেখানে ন্যা'শনাল কি-বোর্ড লে-আউটের আছে মাত্র একটি তাহলে তিনি ন্যাশনালকে না করে অভ্রকে দোষারোপ করলেন কেন? dbblogeditor You can ask your question or comment here and we will try to pass it to the moderator of the show during the break. nabiul আমার প্রশ্নঃ মোস্তফা জব্বার বলছেন যে তিনি ফ্রি ওপেন অফিস ব্যবহার করেন; মাইক্রোসফট অফিস করেন না। আমার প্রশ্ন হচ্ছে ইউনিবিজয় (বিজয় না কিন্তু; তিনি এই ব্যাপারটা এড়িয়ে গেছেন) যদি বিজয় এর সাথে মিল থাকার কারণে কপিরাইট ভঙ্গ করে থাকে। ।

ওপেন অফিস মাইক্রোসফট অফিসের সাথে সম্পূর্ন মিল থাকা সত্ত্বেও তিনি কেন ব্যবহার করেন? তাহলে কি ওপেন অফিস পাইরেটেড?? শাহীন @ Mustafa jobbar: আপনি অভ্র কি-বোর্ড এর বিপক্ষে কপি রাইট নিয়ে অভিযোগ করেছেন । আপনার ভাষ্যে "বিজয় এবং ইউনিবিজয় লে-আঊট এর ন্যুনতম ৮ টি অমিল যথেষ্ট নয়, এটি কপি রাইট লঙ্ঘন" । আমার প্রশ্ন ১) আপনি যে ইংরেজি কী-বোর্ড ব্যবহার করছেন তার লে-আউট কেন সব কম্পিউটারে ই এক ই । সেটি কেন কাউকে কখন ও কিন্তে হয় না ? তা হলে বাংলা লে- আঊট কেন কিন্তে হবে? ২) আপনার বিজয় এর ১০৮ বর্ণের লে আউট ব্যতীত বাংলা ভাষার আর কতটি কি-বোর্ড বিন্যাস আপনার সর্বসত্ত্ব সংরক্ষিত ? ৩) National (jatio) কী-বোর্ড এর সাথে "বিজয়" কী-বোর্ড এর ১ টি মাত্র কী তে তফাৎ রয়েছে । এবং সেটি ব্যবসায়িক উদ্দেশ্য ব্যবহৃত হওয়া সত্ত্বেও তাকে কেন কপি রাইট এর লঙ্ঘন বলব না ।

shranto সোজা কথা বিজয়, অভ্র বুঝি না। বাংলা লিখতে কেন আমাকে সফটওয়ার কিনতে বা ডাউনলোড করতে হবে? যেকোন অপারেটিং সিস্টেমে বিশেষ করে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমগুলোতে বাংলা কিবোর্ড বাই ডিফল্ট থাকা দরকার, যাতে করে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অপ্সহন থেকে কিবোর্ড ইনস্টল করেই সেটা ব্যবহার করা যায়। এ ব্যাপারে মোস্তফা জব্বার বা মেহদী বা সরকার কি ভাবছে? nazmulhasanrahat Is there any rules that what can be copyrighted and what can not? Cause, I think, copyright is a need to secure the intellectual property rights...bt if it turns to a monopoly business that'll backfire for a "Digital Bangladesh"...then..what to do? As MJ vs AVRO issue indicates...there's nothing is similar than the part of a keyboard layout!! Let say...Govt. banned AVRO...then what'll happen? Usage of Bangla language in Internet or other sources will surely reduce....and MR. MJ will launch another Software in the market and ask ppl to buy that in any price!? at present, a bijoy version cost 5000 TK.!! In a low income country like BD, how we expect every pc user to buy that?! Yea...that's a product..and who can't afford it..shouldn't use it...that's a bzns deal...bt then...how MR. MJ helps BD to turns into a DIGITAL COUNTRY?? Selling each of his soft in higher price? How funny...and no one bt him can use "his" layout or part of layout...so what will new generation do to use most general key layout?? The result is...DON"T USE COMMON EASY BIJOY KEY LAYOUT OR PART OF IT or... BUY BIJOY!!! and MJ is using OPEN SOURCE SOFTWARE in his very own pc!? haahha...what a joke!!! Tasnia Atique i wanna join...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.