আমাদের কথা খুঁজে নিন

   

*| |*~* অনন্ত সঙ্গী *~*| |*

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
আচ্ছা ! আমাকে কি একটু একা থাকতে দেয়া যায়না ? সবসময় পাশে পাশে থাকতেই হবে ? আমি কি একলা চলতে পারি না ? ... দিন , রাত সবসময় আমার গায়ের সাথে লেগে থাকার কারণটা কি শুনি একটু ? ... আরে ! বকা দিলে সবাই দুরে সরে যায় তুই যাস না ক্যান রে ? ... সর তো আমার কাছ থেকে, একটু একা থাকতে দে আমাকে ...সূর্যের আলোকরশ্মিতে সেই প্রথম থেকেই দেখছি সাথে আছিস, ক্যান আমাকে ছেড়ে যেতে কি খুব মায়া হয় ? কিন্তু আমি যে একটু একা থাকতে চাই, সেটা কি বুঝিস না ? আরে বোকা কিছুই হবেনা আমার দেখে নিস ... খালি একটু শান্তিমত নিজের ভিতরে ডুব দিয়ে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইছিলাম কিন্তু তোর দিকে তাকাতেই তো সব ভাবনাগুলো একে একে অদৃশ্য হয়ে যেতে থাকে, কি করবো আমি ? দেখতে তো তুই আমার মতই কিন্তু চিন্তাও কি এক রকম করিস ? হয়ত তাই, এ জন্যই হয়তো কখনো আমাকে ছেড়ে যাস না ... এখন একটা কথা বলি ? একটু দুরে থাক, আমার চিন্তাগুলোতে জট পাকিয়ে দিস না ... একটু একা থাকতে দেনা আমায় .... বললাম তো আবার ফিরে আসবো তোদের কাছে, পারবি কি শুধু কিছুক্ষনের জন্য আমায় একটু ..... পড়ন্ত সূর্যের আলোয় নিজেকে নাকি নতুনভাবে আবিষ্কার করা যায়, আমিও চলেছি সুর্যাস্তের কাছে, নিজের পরিচয় জানতে .... কিন্তু এখনো তুই কেন সাথে ? দেখ , অনেক হয়েছে ... অনেকক্ষন তোকে সহ্য করেছি, এই বেলা একটু ক্ষান্ত দে ... সরবি না আমার কাছ থেকে ? আচ্ছা যা, একটু দুরেই না হয় থাক, তবুও একটু একলা হতে দে আমার .... আরি কি মুস্কিল, সুর্যাস্তের আলো থেকে নিজেকে বাঁচিয়ে চলেছিস তবুও পাশাপাশি হেটে চলেছিস দেখা যায়..... (রেগে যাই আমি, তাই তর্জনি উঠিয়ে বলি ) এ্যাই শোন ! একেবারে চুপ , এবার এক পাও আগাবি না, এখান থেকে তোর পথ আলাদা ... আমারটাও আলাদা , ঠিকাছে ? ... ওমা ! তুই ও দেখি আমাকে হুমকী দিচ্ছিস, ব্যাটা আলম্বুস ! বার ফট্টাইয়ের আর জায়গা পাস না ? আবার আমাকেই আঙ্গুল উঠিয়ে চুপ থাকতে বলিস ? আজ তোর একদিন কি আমার একদিন .... আঙ্গুল গুলো মুঠোবন্দি করতে তাড়া দিতেই দেখি সে ও একইভাবে আমার দিকে এগিয়ে আসছে ... কিছুটা দমে গেলাম, চিন্তা করলাম ওকে সরানো যায় কিভাবে .... সূর্য তার নিজস্ব কার্যপ্রনালী সম্পন্ন করে রক্তিমাভায় আকাশকে রাঙ্গিয়ে ততক্ষনে পাড়ি জমিয়েছে দুর দেশে ... সেই সুযোগে অমাবশ্যা তার কলার গ্রাসে কুক্ষিগত করে চলেছে একে এক সবকিছু ... ওকে দেখেই মনের কোন জেগে উঠলো এক পিশাচীয় পরিকল্পনা ... ঠোটের কোনে ক্রুদ্ধ হাসি মেখে ঘাড় ঘুরিয়ে এক মুহুর্তের জন্য দেখে নিলাম ওকে .... কি আশ্চর্য ! ওর সাবলীল চলন ভঙ্গিতে একটুও বাধা পড়লো না ... মনে মনে বলি - সামনে ঘুটঘুটে অন্ধকার ঝোপঝাড়ের জঙ্গল যা দু পাশ থেকে ঘিরে রেখেছে প্রাচীরসম পর্বতমালা .... (মনে মনে বলি) আমি জানি তুই অন্ধকারকে অনেক ভয় পাস, এবার যখন আমি অন্ধকারে চলে যায় তখন কি করবি শুনি ? ... কোন দিকে ভ্রুক্ষেপ না করেই হন হন করে ঢুকে পড়লাম অন্ধকার জগতে , কিছুক্ষন পর খেয়াল করলাম ... সে নাই, আসতে পারেনি আমার সাথে ... তবে কি শেষ পর্যন্ত আমি একলা হতে পেরেছি ? ... কথাটা মনে হতেই আরেকবার দেখে নিলাম নিজের চারপাশ, নাহ ! কোথাও ওর দেখা নাই ... অট্টহাসিতে ফেটে পড়ে চিৎকার করে উঠলাম - কোথায় এখন তুই ? .... পাহাড়ের গায়ে অট্টহাসির প্রতিধ্বনী যেন দ্বিগুন আন্দোলীত হয়ে বার বার ফিরে আসতে থাকলো আমার কাছে ... পিশাচীয় সেই উল্লাসের মাঝে হঠাৎ করেই কোথা থেকে এক মিষ্টি ঝিরিঝিরি হাওয়া কানের পাশে ফিসফিসিয়ে গেল, আর ওর মাঝে আমি যেন শুনতে পেলাম কয়েকটি রিমঝিম শব্দমালা -- আমি কিন্তু তোকে ছেড়ে যাইনি, এখনও আমি সাথে আছি তোর আত্মার সাথে মিশে ....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।