আমাদের কথা খুঁজে নিন

   

ICC World T20 ফাইনাল

অনেক প্রতিকূলতা, অনেক সমস্যা। তবু স্বপ্ন দেখি, স্বপ্নকে আকড়ে ধরে বাঁচতে চাই, স্বপ্নকে সত্যি করার চেষ্টা চালিয়ে যেতে চাই।

আজ বার্বাডোজে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে ICC World T20 ফাইনালে। অবশ্যই অস্ট্রেলিয়া ফেভারিট। তবু দেখি কার কেমন সম্ভবনা।

অস্ট্রেলিয়া এ টুর্ণামেন্টে এখন পর্যন্ত সেরা দল হচ্ছে অস্ট্রেলিয়া। তারা এখন পর্যন্ত অপরাজিত। আছে দুর্দান্ত পেস এটাক। বার্বাডোজের বাউন্সি পিচে খেলা হচ্ছে বলে তারা আরও এগিয়ে। পাকিস্তানের(ফাইনাল) সাথে ম্যাচ জেতার পর তাদের দুর্বলতা বের করাই কঠিন।

আর ফাইনালে অস্ট্রেলিয়া বরাবরই ভালো খেলে। তাদের চাপ সহ্য করার ক্ষমতাও আমাকে বিস্মিত করে যার প্রমাণ তারা পাকিস্তানের সাথে দিয়েছে। হারতে বসা ম্যাচ অবিশ্বাস্যভাবে জেতার পেছনে আসল কারন হচ্ছে তাদের লড়াকু মন-মানসিকতা। তবু খেলাটার নাম T20 যেখানে আগে থেকে বলাটাই ভুল। ইংল্যান্ড ইংল্যান্ড এ আসরে আসলে খুবই ভালো ক্রিকেট খেলেছে।

দলটাতে অনেক ভারসাম্য আছে। আমি ভাবিনি তারা এতদূর আসবে। কিন্তু তারা যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। তবে আস্ট্রেলিয়ার সাথে খেলতে গেলে তারা বরাবরই চাপে থাকে বলে মনে হয়। তার উপর ইংল্যান্ড কখনই কোনো ICC ট্রফি জেতেনি।

তাই আমি আগ্রহভরে অপেক্ষা করছি তারা কিভাবে এই চাপ সামাল দেয়। পিটারসেনকে জ্বলে উঠতে হবে সে জন্য। এবারই প্রথম এই টুর্ণামেন্টের শিরোপা এশিয়ার বাইরে যাচ্ছে। এশিয়ার দলগুলোকে সত্যিই মিস করবো আমরা। এবারই হয়তো আক্ষেপ ঘুচতে যাচ্ছে ইংল্যান্ড অথবা আস্ট্রেলিয়ার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।