আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়জন প্রস্থান পর্ব (২)

একটি হৃদয় হাজার আকাশ

প্রিয়জন প্রস্থান পর্ব (২) ক. জানি তুমি চলে যাবে দুরে চেনামুখ প্রিয়জন ছেড়ে। এই পাখি যে সেই পাখি নয় এই নদীও সেই নদী নয় তবু তুমি থেকে যাবে মোহান্ধ সুখ নীড়ে ...। খ. বিমানের শেষ ফ্লাইট ছেড়ে যায় শেষ হয় যুগল প্রহর। ফেরার পথে নামে শ্রাবণ সন্ধ্যা দলচ্যুত যেন এক ভেজা কবুতর। গ. বিমান তোমায় নিয়ে চলে গেলো যখন ধবল প্রহর হলো রাতের শ্রাবণ। ইথারে ভেসে ওঠে ‘বিদায়!’ কথন অদৃশ্যে ঝরে পড়ে বৃক্ষের রোদন। ঘ. আকাশ কাঁদে বড়ো বেশী কাঁদে আষাঢ় আর শ্রাবণে আমিও কাঁদি নিশ্চুপ-নিরবে তোমার প্রস্থান প্রাক্কালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।