আমাদের কথা খুঁজে নিন

   

৪৫ বছর পর বাড়ি ফিরলেন আবদুস সোবহান # দেশের মাটিতেই সমাহিত হলেন

mamun.press@gmail.com

আবদুল্লাহ আল-মামুন পাকিস্তান থেকে ৪৫ বছর পর দেশে ফিরলেন আবদুস সোবহান। মেয়ের বিয়ে দেয়াই ছিল তার উদ্দেশ্য । কিন্তু ভাগ্যোর নির্মম পরিহাস ! গত বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। দেশের মাটিতেই তাকে সমাহিত করা হয়। মোঃ আবদুস সোবহান (৬৫) পাকিস্তানের নাগরিক।

৪৫ বছর আগে একটি কোম্পানীতে চাকুরির সুবাদে তিনি বাংলাদেশ থেকে পাকিস্তান চলে যান। এর মাঝে ৫/৬ বার দেশে এসেছেন । বাংলাদেশে বিয়ে করে স্ত্রীকেও পাকিস্তান নিয়ে যান। ওখানে তাদের ৩ মেয়ে ও ১ ছেলের জন্ম হয়। এবার তিনি ২১ বছর পর গত ৪ মে দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মোহাব্বত আলী মুন্সি বাড়ীতে আসেন তার বড মেয়েকে নিয়ে।

আনন্দে কাটছিল তাদের দিনগুলি। গত ১২ মে ভায়রার বাড়ীতে বেড়াতে গিয়ে বুকের ব্যথা অনুভব করলে তাকে ফেনী আল-কেমী হাসপাতালে নেয়া হয়। ওখানে বিকেল ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহির রাজেউন) । এ খবর পাকিস্তানে পৌছলে তার ছেলে ,স্ত্রী,মেয়ে লাশ দাফন না করে ফ্রিজআপ করার অনুরোধ করেন। মরহুমের ছোট ভাই আবদুল মালেক চট্রগ্রাম থেকে আলফা এম্বুলেন্স (প্রাঃ) লিঃ এর একটি গাড়ি ভাড়া করে ২হাজার ৫শ টাকা ভাড়া ও প্রতি ঘন্টা ৩০০ টাকা করে বাড়ীর উঠোনে ফ্রিজ আপ করে রাখেন।

শুক্রবার ৪২ ঘন্টা পর তার একমাত্র ছেলে ,স্ত্রী, ২মেয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন। রাত ৯টায় তার নিজবাড়ী দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মোহাব্বত আলী মুন্সি বাড়ীর সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। মরহুমের বড় মেয়ে ফাতেমা পাকিস্তানে একটি স্কুলের শিকিা, আসমা,নিধা পড়াশোনা করছে। একমাত্র ছেলে মোহাম্মদ আলী প্রকৌশলী। জানাজা পূর্ব সমাবেশে আবদুস সোবহানের ভাই আবদুল মালেক, শ্যালক নুর আহমদ বলেন ,আবদুস সোবহান খুব সৎ ও ফরহেজগার ছিলেন।

দেশকে তিনি ভালোবাসতেন। এজন্য দেশের মাটি তাকে টেনে এনেছে। জন্মভূমির মাটিতে তিনি সমাহিত হয়েছেন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।