আমাদের কথা খুঁজে নিন

   

রি-ইনট্রোডিউসিং এন ওল্ড ফেলো :: তীরন্দাজ

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...

ব্লগ পরিসংখান মতে তিনি তার শেষ পোস্ট দিয়েছেন ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১ - এ। পোস্টের শিরোণাম কল্পগল্পঃ সাতমাথা দৈত্য। অসাধারণ এই লেখকের ব্লগ পড়ছি গত কয়েকদিন ধরে। ছোটগল্পে তার হাত ছিল অসাধারণ। সংক্ষেপে তার ব্লগ পরিসংখান- তার ব্লগে গেলে লেখা দেখবেন- গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই।

সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু। তার এই সিরিজটি অনেকের মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করি- নব্য রাজাকারদের মহাপুরুষ ও তার স্বাধীনতাবিরোধী কর্মকান্ডের ঘৃণিত চেহারা (১) নব্য রাজাকারদের মহাপুরুষ ও তার স্বাধীনতাবিরোধী কর্মকান্ডের ঘৃণিত চেহারা (২) নব্য রাজাকারদের মহাপুরুষ ও তার স্বাধীনতাবিরোধী কর্মকান্ডের ঘৃণিত চেহারা (৩) নব্য রাজাকারদের মহাপুরুষ ও তার স্বাধীনতাবিরোধী কর্মকান্ডের ঘৃণিত চেহারা (৪) নব্য রাজাকারদের মহাপুরুষ ও তার স্বাধীনতাবিরোধী কর্মকান্ডের ঘৃণিত চেহারা (৫) আপনি আরো আগ্রহী হলে নিচের এই সিরিজটিও দেখতে পারেন- দলিল (১): কেন জামাতে ইসলামী ও রাজাকার দেশদ্রোহী দলিল (২): কেন জামাতে ইসলামী ও রাজাকার দেশদ্রোহী দলিল (৩): কেন জামাতে ইসলামী ও রাজাকার দেশদ্রোহী দলিল (৪): কেন জামাতে ইসলামী ও রাজাকার দেশদ্রোহী দলিল (৫): কেন জামাতে ইসলামী ও রাজাকার দেশদ্রোহী তবে তার যে পোস্টটি আমাকে ভাবিয়েছে সবচেয়ে বেশি সেটি হচ্ছে- ঈশ্বর কি সর্বশক্তিমান ? এটি সম্ভবত তার প্রথমদিককার ছোট একটি পোস্ট কিন্তু কি দূর্দান্ত একটি প্রশ্ন!! যার কোন কিছুই অসাধ্য নয়, তাকেই বলা হয় সর্বশক্তিমান। আমরা বলি আল্লাহ সর্বশক্তিমান। তাহলে তিনি কি এমন একটা পাথর তৈরী করতে পারবেন, যা নিজেই ভাংতে পারবেন না। যদি তৈরী করতে না পারেন, তাহলে সর্বশক্তিমান কথাটির সঠিক অর্থ রইল না।

যদি তৈরী করে ভাংতে না পারেন, তাহলেও সমস্যাটি একই দাঁড়ালো। তাহলে কি সর্বশক্তিমান কখাটি অর্থহীন একটা শব্দ মাত্র ? যাহোক এতক্ষনে আপনারা যেনে গেছেন তার নাম; http://www.somewhereinblog.net/blog/nantublog

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।