আমাদের কথা খুঁজে নিন

   

নীল ঘোড়া !

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

বাম গাল তোর ঠোটের পাশে একটা দারুন তিল ছিল তিল দেখে রোজ হাজার জোড়া চোখ সেদিকেই মিল ছিল আমার মতো হ্যাবলা কান্ত চোখ জুড়ে যার ভয় ভরা তার কি সাহস হয় কখনও তিল ছোঁয়া মুখ জয় করা তবু আমার অনিচ্ছাতেও চোখ জোড়া তোর মুখ খোজে তোর তিলে চোখ রেখে এ মন শেষ না হওয়া সুখ খোজে হাজার জোড়া চোখের মাঝে আমার চোখে চাইলি তুই আমার মতো সরল টা কি জিতলো না ঠকাইলি তুই তোর ঐ তিলের ফাঁদে আমি আটকে দেখি আলো নাই আগেই ছিলাম ভালো এখন এক্কেবারে ভালো নাই সুখ নারে ভাই সুখ না ওটা লাগাম ছাড়া নীল ঘোড়া যতই বোঝাই ততই ছোটে অবাধ্য এ মন পোড়া ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।