আমাদের কথা খুঁজে নিন

   

জব এপলিকেশন বিষয়ক হেল্প চাই।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

আমি একটি কম্পানিতে চাকরীর জন্যে দরখাস্ত করছি। শর্ত অনুযায়ি দরখাস্তের সাথে একটি সিভি/রিজিউম ও একটি লেটার আপলোড করতে হবে। লেটারটি শহজেই আপলোড হচ্ছে কিন্তু রিজিউম/সিভি আপলোড হচ্ছে না। আমার সিভি ও লেটার ওভয়টিই এমএস ফর্মেটে করা।

আমি প্রায় ৩০ বার ট্রাই করেছি কিন্তু আপলোড হচ্ছে না। পরে আমি একটি ইমেজ দিয়ে ট্রাই করাতে সিভি রিজিউম এর জায়গায় আপলোড হচ্ছে। পরে আমি কেটে দিয়েছি। আমি এখন জানতে চাচ্ছি এটা কেন হচ্ছে?? সিভি রিজিউম বলতে কি বুঝায়? এটা কি নির্দিষ্ট কোন ফর্মেটে হতে হবে? সাধারণ এই জিনিষটি আমাকে বলে দিলে, আমি অনেক উপকৃত হব। সবাইকে ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।