আমাদের কথা খুঁজে নিন

   

সেইফ হবার অনুভুতি সত্যি অন্যরকম। আহ শান্তি! উহ শান্তি!

ihzaka@yahoo.com হুপফূল মানসিক স্বচ্ছতায় বিশ্বাসী.. কিছুটা বাদর কিছুটা নিরিহ কিসিমের! তবে, অনেক বড় স্বপ্ন দেখে এদেশটাকে নিয়ে, যেখানে একদল শিক্ষিত তরুন ঘূণে ধরা রাজনীতিকে সত্যিকারের পরিবর্তণের পথে চালিত করতে নোংরা, হিংস্র সামপ্রদায়িকতামুক্ত, প্রকৃত দেশপ্
আইজ বেইন্না বেলা ঘুমেত্থন উইড্ডা ঘুমু ঘুমু চুখে ছামুতে লগ কইরা দেহি আমার ইসটেটাছ ! :#P আহ শান্তি! . . উহ শান্তি! . . খুশিতে ডিগবাজি খাইতে মুনছাইতাছে। কিন্তু--ক ! ভাবতাছি ডিগবিজি খামু কি খামু না। আচ্ছা! ভাবতে থাহি, আর ভাবনার ফাকে ফাকে আফনেরা বাগানের অরিজিনাল কিছু ফলফলাদি আহার করি লন। পত্থমেই লন গাজীপুরের বিক্ষাত কাচা আনারস আরো আছে জামরুল। যে গরম পরছে অনেকের কাছে পানিফল হিসেবে এর কদরই আলাদা।

. এর পরে লন গাপা আম । মানে গাছ পাকা আম , আর লগে একটা চাকু। আরো আছে বানি জাম , পুরা গাছ ফ্রি----- যার যত্তোন উচ্ছা খাইতে পারেন। এত্ত উচা গাছ আমার উটতে ডর লাগে। নিজ নিজ দায়িত্বে উইট্টা পাইরা খাইতে হইবু কিন্তুক।

আমার মত যারা জাম বেশি পছন্দ করেন না, খালি হেগো লাইগ্যা কাচা "জামির লিচু"। . . আরেক টা কতা । এহনও গাছের কাডোলগুলাইন পাকে নাই। পাকলে আরেক দিন আইয়া খাই যায়েন যে। আমার বাড়ি আসবার পথ কিন্তু এক্কেরে রেললাইনের মত সোজা, নাকবড়াবড় এই পথ ধইরা হাটতে হাটতে সামনে দেক্বেন একটা প্রাইমারী ইস্কুল।

হেইডার সামনে ছোট্ট একটা মুদি দোকান। দোকানী হাবু দারে আমার কতা কইলেই বাড়ি দেহাইয়া দিবু। আমি আইজ সারাদিন আছি বাড়িতে , ফ্রি থাকলে চলে আইয়েন। হগ্গতে মিল্লা বিকালে নাওয়ে ঘুরুম নে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.