আমাদের কথা খুঁজে নিন

   

মনে পড়ে আমাকেই



আজকাল আমার ,আমাকেই মনে পড়ে খুব- আর মনে পড়ে সেই সড়ক, যে তার নাম ভুলে গেছে অনেক আগেই। সবুজ শুশ্রূষা পেয়ে সেরে উঠেছে যে নগর ,তার চৌরাস্তায় দাঁড়িয়ে একাকী বেহালা বাজায় যে বিবাগী বাউল , মনে পড়ে তার চাহনীর দূরমালা ,কীভাবে স্পর্শ করে আকাশের মেঘ । আজকাল নিজের নাম লিখে বর্ণিল অক্ষরে সাজাই তার চারপাশ। রঙ দেখে চিনি আলোর ইন্ধন। লাল - কালো রূপের তপস্যা। দেখি খুব কাছেই নোঙর ফেলছে নতুন, আত্মকেন্দ্রিক ভোরের ছায়া। আর পুরাতন বিকেলগুলো কিছুই পারেনি ভেবে ক্রমশঃ হারিয়ে যেতে চাইছে পূবের দিগন্তে। ভাবি, মানুষও তো এমনিভাবে হারায় নিজেকে, ভুলে যায় নিজ নাম। তারপর স্মরণের বেলায়, পোষে পাখি নাম শিখিয়ে, উড়িয়ে দেবে বলে । ছবি- পল ওয়ারেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।