আমাদের কথা খুঁজে নিন

   

ফল খাচ্ছি না বিষ ?

ওলি

বাজারে এবার বেশ আগেভাগেই আম এবং লিচু চলে এসেছে । ফলের চেহারা অতীব সুন্দর হলেও কিনতে ভয় লাগে । টক্ষিক পদার্থ মেশানো থাকার সম্ভাবনা ষোনা আনার উপর আঠারো আনা । তাই বাজারে আম দেখলেও কেনার সাহস করতে পারিনা । তবে, আশার কথা হচ্ছে কনজ্যুমারদের অধিকার রক্ষায় কোর্ট এগিয়ে এসেছে । কনজ্যুমারদের নিরাপদ ফল পরিবেশনের জন্য নির্দেশনা (Click This Link) দিয়েছেন বিচারপতিরা । এডভোকেট মনজিল মোর্শেদ জনস্বার্থে (Public Interest Litigation) হাইকোর্টে রীট দায়ের করেন । বিচারপতিরা ক্ষতিকর রাসায়নিক সহযোগে আম পাকানো বন্ধের জন্য রাজশাহীর ডিআইজিকে আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন । আদালত ক্ষতিকর রাসায়নিক সহযোগে আম পাকানোয় জড়িতদের বিরূদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।