আমাদের কথা খুঁজে নিন

   

যখন মাথায় একটা গুলির ফুটার ভিতর দিয়ে আরেকটা গুলি যায়, ধইরা নাও সেটা ভিজ্জুর গুলি

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা তার সময়ের অনেক নায়ক যখন খবরে আসে মরার পর নিউজ হিসাবে, অথবা তাদের সন্তান্দের কোন মুভিতে প্রথম অভিনয়ের কারনে সেখানে অমিতাভ বচ্চন এখনো বলিউডের খান আর নতুন নায়কদের সাথে টেক্কা দিয়ে অভিনয় করে যাচ্ছেন। এই বয়সেও কোন মুভিতে যদি অমিতাভ বচ্চন আর খান একসাথে থাকে সেই মুভিতে খানরা হয়ে যায় সেকেন্ড পারসন আর অমিতাভ বচ্চন প্লে করে মেইন রোল। তার বয়সের অনেক নায়ক এখন মিডিয়ার লাইম লাইটে একটু আসতে পারলে ধন্য হয়ে যায় আর এখনো মিডিয়া তার লাইটের নিচে অমিতাভ বচ্চন কে আনতে পারলে ধন্য হয়ে যায়। কিন্তু কেন? উত্তর জানতে চাইলে একটু কষ্ট করে Buddha hoga tera bap মুভিটা দেখুন। উত্তর পেয়ে জাবেন।

একদম পিউর এন্টারটেইমেন্ট (নট ভারামি) বলতে যা বোঝায় একদম তাই পাবেন এই মুভিতে। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের একদম টেনে ধরে রাখবে আর তাছাড়া অমিতাভ বচ্চনের অভিনয়। কি আর বলবো। অসাধারন। এই বয়সে এই অভিনিয়ে করার জন্য শক্তি পায় কথা থেকে কে জানে।

প্রানশক্তিতে ভরপুর প্রানবন্ত অভিনয়। ভাবাই যায়না। শুধু মাত্র অমিতাভ বচ্ছনের অভিনিয় দেখার জন্যই মুভিটা দেখা যায়। একটুও বোর হতে দিবেনা আপনাকে পুরা মুভিতে। আর মুভির ডায়ালগ গুলা পুরাই জটিল।

একটা ডায়ালগ এরকম “ যখন মাথার ভিতর একটা গুলির ফুটার ভিতর দিয়ে আরেকটা গুলি যায়, ধইয়া নাও সেটা ভিজ্জুর গুলি” মুভির মিউজিকটাও অনেক ভালো করছে, মুভির সাথে একদম পুরা পারফেক্ট। একটা নরমাল মুভিও অনেক সময় অনেক ভালো লাগে যদি তার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হয়। সে জায়গাতে এই মুভির পাস করে গেছে অনেক সহজেই। তবে মুভিতে হেমা মালিনির অভিনয় একদমি ভালো লাগেনাই। নিজের রুপ চর্চার দিকে নজর না দিয়া যদি অভিনয়ের দিকে দিত তাইলে ভালো করত।

একটা কাঠের পুতুল শুধু মাঝে মাঝে একটু ডায়ালগ দিতাছে এই যা। লিঙ্কঃhttp://www.putlocker.com/file/63528B722CD15A03 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।