আমাদের কথা খুঁজে নিন

   

এই পথে পথে

সত্য সর্বদাই রাজনৈতিক

এই পথে পথে এই মাঠে মাঠে শিমুল তুলোর মতো ওড়ে ইচ্ছেগুলো। ঐ চোখের মায়া কার মনের ছায়া ওড়ে বুকের মাঝে ওড়ে সকাল সাঁঝে। যে মন পেলাম আজ মনে মনে জ্যোৎস্না ভেজা এই সমীরণে সে তো অলীক পাওয়া স্বপ্ন খেলায় পাই না খুজে তারে জীবন মেলায়। এই জীবন কথা এই নিরব ব্যাথা যেতে যেতে সবই হবে ধুলো। সূর্য পেয়ে হাসে শিশির কণায় ক্ষণিক হাসির দামে জীবন বিলায় তেমনি চোখের জলে হাসে আশা ভালোবাসা হাসে সেই বেদনায়। ওড়ে বুকের ভাষা ওড়ে কাঁদা-হাসা ডানা মেলে তারা আজ কোন অজানায়। এই পথে পথে এই মাঠে মাঠে শিমুল তুলোর মতো ওড়ে ইচ্ছেগুলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।