আমাদের কথা খুঁজে নিন

   

লাইসেন্স বাতিল করা হলো ৫টি পিএসটিএন অপারেটরের

সত্য প্রকাশে আপোষহীন

মূল পোষ্ট অবশেষে বাতিল করা হলো ৫টি পিএসটিএন অপারেটরের লাইসেন্স। দোষ অবৈধ ভিওআইপি। দোষ খুব গুরুতর ছিলো না। কারন এরকম অবৈধ ভিওআইপির ব্যবসা করে মোবাইল ফোন অপারেটররা অনেক টাকা কামিয়েছে। তার বদলে তারা খুব কম জরিমানা দিয়ে তাদের পাপ মোচন করেছে।

কিন্তু ৫টি পিএসটিএন অপারেটররা এমনই দোষ করলো যে তাদের জরিমানা না করে সরাসরি লাইসেন্স বাতিল করা হলো। যদি বৈষম্য বলি তাহলে ভুল হবে। মোবাইল কোম্পানিগুলো থেকে আসে রাজস্ব আয়ের বড় একটা অংশ। সেদিক দিয়ে তুলনা করলে পিএসটিএন অপারেটরেররা খুব কম অবদান রেখেছে রাজস্ব আয়ে। আর ৫টি পিএসটিএন অপারেটরের মালিকানা নাকি বিএনপি নেতাদের নামে বেনামে ছিল।

৫টি পিএসটিএন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ছিল ৬ লাখ। এদের গ্রাহকদের মধ্যে অনেকই ছিল কর্পোরেট অফিসগুলো। এরা এখন বিভিন্ন মোবাইল কোম্পানির গ্রাহক হবে। ৫টি পিএসটিএন অপারেটরের কর্মচারীরাও বেকার হয়ে গেল। এদের মধ্যে অনেকেই বেকার থাকবে মাসের পর মাস আর কিছুজন চাকরী পেয়ে যাবে বিভিন্ন জায়গায়।

রাজনৈতিক ক্ষোভের কথা চিন্তা না করে এতগুলো কর্মচারী বেকার হয়ে যাবে এটা চিন্তা করে যদি জরিমানা আদায় করা হতো তাহলে ভালো হতো। ৫টি পিএসটিএন অপারেটরের লাইসেন্স বাতিল করা হলো, অফিস এবং সুইচ রুম বন্ধ মার্চ থেকে। অবৈধ ভিওআইপি ব্যবসা পুরোপুরি বন্ধ। কিন্তু কেন এখনো বাইরে থেকে কল আসলে জিপি, বাংলালিংক,রবি-র নাম্বার ভেসে উঠে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.