আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরিক্ষার ফলাফল এবার ইমেইলে পাওয়া যাবে



এখন থেকে মাধ্যমিক পরিক্ষার ফলাফল ইমেইলের মাধ্যমে গ্রহণ করা যাবে। প্রতি বছর পরিক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই দেখা যায় কার আগে কে রেজাল্ট নেবে সেই প্রতিযোগিতার কারনে এডুকেশন বোর্ডের সার্ভারেরই মাথা খারাপ হয়ে যায়। একটি মাত্র রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ই-মেইলের মাধ্যমে ফলাফল দেবার এ পদ্ধতি চালু হলে এবং ভবিষ্যতেও চালু থাকলে এ ভোগান্তিটা কিছুটা হলেওতো কমবে। মেইলের মাধ্যমে SSC পরিক্ষার Result নেবার জন্য আপনাকে এই ফরমটি পুরণ করতে হবে। এখানে রয়েছে- Board Name (আপনি যে শিক্ষা বোর্ডের ফলাফল পেতে চান) Exam Type (আপনার পরিক্ষার ধরণ যেমন- এসএসি, দাখিল, ভোকেশনাল ইত্যাদি) Roll No. (পরীক্ষার রোল নম্বর) S.S.C Registration No. (এসএসসি রেজিস্ট্রেশন নম্বর) E-mail Address (যে ইমেইলে রেজাল্ট পেতে চান) ফরমের সবগুলি ফিল্ড পুরণ করে Register-এ করুন। ব্যস, ঘটনা শেষ। পরিক্ষার ফলাফল প্রকাশিত হবার কিছুক্ষণের মধেই আপনাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আপনার কাঙ্খিত পরিক্ষার ফলাফল। নিজস্ব লেখা: পূর্বে স্বাধীন বাংলায় প্রকাশিত আরো দেখুন: অগ্নীশ্বর (১৯৬৪) বাংলা মুভি ডাউনলোড আমার রেডিও আমি শুনবো… টরেন্টের স্পীড বাড়িয়ে নিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.