আমাদের কথা খুঁজে নিন

   

এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ ... সব খারাপ!

জীবন মানুষের খুব ছোট একটা সময়। সমীকরনগুলো খুব সরল কিন্তু প্রতিনিয়তই আমরা একে জটিল করে ফেলছি। তাই একে সরলভাবে দেখতে চাই। মানবিয়গুন সৃস্টিকর্তার অশেষ রহমত আমাদের প্রতি। জীবনের স্বাদ এর মাঝেই।

তাই এতেই আমার আগ্রহ ।

গতকাল ডাক্তারের এপোয়েন্টমেন্টের জন্য সিরিয়ালে বসে আছি। এক ভদ্রলোক এসেছেন। তিনি ডাক্তার সাহেবের গ্রামের লোক। সম্ভবত অনেক বছর বিদেশে ছিলেন।

জুরে দিলেন বিদেশের নানা গপ্প। এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ ... সব খারাপ! আমি তাকে প্রশ্ন করলাম, এই দেশের ভাল কে? সে বলল, এই দেশের সাধারণ জনগন ভাল বলেই এই সব নেতা ফেতাদের কিছু বলে না। কিছুক্ষন আগে এই ভদ্রলোক আমার সামনেই তার সিরিয়ায়ল ১ম দেয়ার অনুরোধ করেছিল। কারণ সে ডাক্তারের গ্রাম থেকে আসছে, এবং আজই তাকে কিছু জরুরী কাজ করে বাড়ি ফিরতে হবে। আমি তাকে বললাম, আমরা সবাই নিজের মামা মন্ত্রী হইলে সুপারিশ নিয়া যাই।

কিন্তু অন্য কেউ সুপারিশ করলে ভদ্রতা শিখাই। যেমন জনগন তেমন নেতা। লোকটা বাকিটা সময় আর তেমন বিদেশ সৃতির কথা বলে নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।