আমাদের কথা খুঁজে নিন

   

মা ও স্ত্রী দ্বন্দ (ব্লগার মোহাম্মাদ সাজ্জাদ হোসেন ভাই এর ব্লগ হয়ে)

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

এটা কোন তর্ক পোষ্ট না, বা কাউকে খাটো করার, এটা শুধুমাত্র আমার নিজের চিন্তা ও বাস্তবতার কিছু উদহারন। এ বিশাল ব্যাপার একটা কথা বলি, আপনার আমার আমাদের সবার স্ত্রীদের উচিত মাকে মানিয়ে চলা, কারন এ সন্তান (আপনি) আপনার মায়ের নিজের হাতে গড়া, রক্ত, ঘাম, ঘুম হারাম করা, তার অধিকার আপানর উপর বেশি, কিন্তু আমি আপনি আমরা স্ত্রীর প্রতি আলগা পিরিত দেখাতে যেয়ে সে মাকে অনেক ক্ষেত্রে অপমান করি, স্ত্রী ও মাকে মুখোমুখি করে দেই, ফলে দ্বন্দ শুরু হয়ে যায়। মা খারাপ লাগতেই পারে, কারন বিয়ের আগের আপনার ভাত থেকে রাতের ঘুমে মায়ের হাত ছাড়া আপনার প্রভাত ছাড়তো না, সেই আপনি বিয়ের পর বউয়ের পিরিতে পাগল প্রায় মার সাথে দেখাই করেন না, ফলে মা আপনাকে শত্রু ভাবতে পারে না (কারন আপনি তার সন্তান, সন্তান প্রেমে মা অন্ধ থাকে) ফলে আপনি মা ও স্ত্রীকে মুখোমুখি দাড় করিয়ে দেন। আপনার জীবনে দুটি নারী, দুজন - একজন মা অন্য জন আপনার প্রিয়তমা। কিন্তু আপনার মা ও আপনার স্ত্রীর পরস্পর কোন বাঁধনে বাধা, এটা কি কখনও ভেবে দেখেছেন? তাদের বন্ধন তারা গড়ে নিতে পারেনা বলেই আপনার আমার মত ছেলেদের এত ঝামেলা? অথবা আমরা আমাদের নির্বুদ্ধিতায় তাদের দুজনকে এমন অবস্থানে এনে দাড় করিয়ে দেই যেখানে তারা তাদের শত্রু।

যাই হোক আপনার মা, আপনার জন্ম হতে আজ অবধি বন্ধু, আপনার শুভাকাংক্ষি (এ কথায় কারও কোন দ্বিমত নেই, কোথাও থাকতে পারে না)। কিন্তু আপনার স্ত্রী সবসময় আপনার শুভাকাংক্ষি নাও হতে পারে, অনেক ক্ষেত্রে ডির্ভোস শব্দটা এটার প্রমান দেয়, কিন্তু কোন মা এর ক্ষেত্রে এরকম কথা এখনও প্রচলিত হয়নি। আপনার স্ত্রী আপনার রক্তের না, আপনার শরীরের আপনার টাকার আপনার হৃদয়ের, আপনার ভালবাসার। কিন্তু আপনার মা আপনার আত্ব্যার, আপনার মঙ্গলের, আপনার টাকার মাঝে মাঝে যখন সে অভাবে থাকে (কিন্তু বৃদ্ধতার সময় এটা তার অধিকার, এবং এর কারন হিসেবে সে আপনার লালন পালন করার দাবী রাখে (যখন আপনি অনেক বেশি কর্মাশিয়াল, তাই বললাম)। আপনি আজ অসুস্থ্য হোন, পঙ্গু, অসহায়, প্যারালাইজ্ড, চাকরী হারা, আপনার স্ত্রী (সব স্ত্রী নয়) কিন্তু সে আপনাকে সেভাবে সেবা দেয়ায় বদ্ধ পরিকর নয়, দেয় না (বহু দেখা আছে আধুনিক মেয়ে), কিন্তু আপনার মা, প্লিজ আপনি নিজেও তার প্রমান।

কি আর বলব। (সংক্ষেপিত) অফিসে আছি .......... ভুল লিখলে ক্ষমা করবেন, নারী ও পুরুষ সকলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।