আমাদের কথা খুঁজে নিন

   

এক ভুলো মনের ষ্টেশন মাষ্টার

পড়তে পড়তে পাঠক ই রয়ে গেলাম

হবার যখন কিছুই নেই, তাহলে কেন ভয়? কুকড়ে ওঠা মন, অবসন্ন ক্লান্ত শরীরে মেঘের ভার এরপরেও কত ভাবনা, কতই না চিন্তার ঘনঘটা। সময় যখন রেলগাড়ী, শুধু নেই কোন সিগন্যাল যতক্ষন ইঞ্জিন চলমান, গতির নেই কোন ক্ষয় সবাই যদি এমন হতাম, শুধুই জীবন কর্মময়। দুপুরের খররোদে অলস কাকের ডাক কিংবা জলশুন্য ওয়াসার কলের থেকে হঠাৎ দু এক ফোটা জলের ভুতলে পদার্পন এগুলো দেখার সময় যদি আমার থাকে তাহলে জীবন কেন থেমে যায় সময়ের বাঁকে? দেখা গুলো কি সবই ভুল? গনিতের নিয়ম যেখানে অশালীন মনের ভাবনা যেখানে মুল্যহীন কার সাথে দেবো পাল্লা, রেলগাড়ী নাকি সময়? আমার জন্য থামে না কিছুই, না সময়, না রেলগাড়ী চাকুরীটা এবার কে হারাবে? আমি নাকি সেই ভুলো মনের ষ্টেশন মাষ্টার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।