আমাদের কথা খুঁজে নিন

   

মা দিবসে সোনামনিদের জন্য



স্বরবর্ণ দিয়ে ছড়া অ (অলি, অলস, অসি, অর্চি) অলি ঘোরে গাছে গাছে অলস শিশুর ঘুম অসি হাতে রাজা নাচে অর্চির খেলার ধুম । । আ (আম, আনারস, আতা, আম্মু) আম পাকে ভাই জৈষ্ঠ্য মাসে আনারস রসে ভরা আতা খেয়ে সোনা হাসে আম্মু ছাড়া মন মরা । । ই (ইমারত, ইট, ইছামতি, ইঁদুর) ইমারত তৈরি হয় ইট দিয়ে বাবা কয় ইছামতি নদীর বাঁকে ইঁদুর ওই গ্রামে থাকে ।

। ঈ (ঈগল, ঈর্ষা, ঈদ, ঈমাম) ঈগল মস্ত বড় পাখি ঈর্ষা করে চড়–ই পাখি ঈদের দিনে নতুন পিরান ঈমাম করে খুশির বয়ান । । উ (উলু, উট, উঠান, উকিল) উলু দেয় বুলু মাসি উট চলে পাশাপাশি উঠান ভরা ফুলের গাছ উকিল করে মজার কাজ । ।

ঊ (উষা, উর্মি, উর্বর, উল্লুক) ঊষার হাসি পাতার ফাঁকে ঊর্মি নাচে ঐ নদীর বাঁকে ঊর্বর মাঠের ধান হয় ঊল্লুক দেখো বসে রয়। । ঋ (ঋত, ঋণ, ঋষি, ঋতরাজ) ঋত শব্দে সত্য হয় ঋণ করা ভালো নয় ঋষির কাজ ধ্যান করা ঋতরাজটি গানে ভরা । । এ (এমন,একদিন, একপাটি, এদিক) এমন এক শিশুর মেলায় একদিন দাদু দাঁত হারায় একপাটি দাঁত হারিয়ে দাদু এদিক-ওদিক দেখায় যাদু ।

। ঐ (ঐরাবত, ঐ, ঐক্যতান, ঐক্য) ঐরাবতে হাতি হেলে দুলে চলে ঐ দেখো মুক্তার মালা তার গলে, ঐক্যতানে ভরা দেশ ঐক্য যারা থাকে বেশ । । ও (ওত, ওমা, ওস্তাদ, ওজন) ওত পেতে রয় বাঘ মামা ওনার গায়ে রঙ্গীন জামা, ওস্তাদ বলে শোন সবাই ওজনে কমের রীতি নাই । ।

ঔ (ঔষধ, ঔষধি, ঔদ্ধত্য, ঔদার্র্য) ঔষধে সারে পেরেশান ঔষধী গাছ মূল্যবান ঔদ্ধত্য সদা বিপদ আনে ঔদার্য ভালো সবাই মানে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।