আমাদের কথা খুঁজে নিন

   

'মা' দিবস, 'বাবা' দিবস, 'বন্ধু' দিবস, ভালোবাসা দিবস...ও অন্যান্য

আমার খুব কষ্ট হয়, যখন RAJAKAR বানানটা বাংলা বর্ণমালায় লিখা হয়। এটা বর্ণমালার জন্য অপমান।

উপরোক্ত দিবস গুলোর মধ্যে একমাত্র ভালোবাসা দিবস ছাড়া, আর সব দিবসই রবিবারে। তারমানে পাশ্চাত্য দেশগুলোর ছুটির দিনকে উপলক্ষ করে পালন করা-যা চরম সুবিধাজনক আচরন এবং এটা অনুচিত। প্রয়োজনীয়তা-অপ্রয়োজনীয়তা আলোচনা করা আগে, আমার কাছে এই অসঙ্গতিটাই বেশি চোখে পড়ে।

এবার আসি প্রয়োজনীয়তা/অপ্রয়োজনীয়তা নিয়ে। আজকে ব্লগে দেখলাম অনেক ব্লগার এটা নিয়ে ব্লগ দিয়েছেন 'আমরা মায়ের জন্য ভালোবাসা' কেন একটা দিনেই পালন করব? এই ভালোবাসাতো সবসময়ের জন্য। অকাট্য যুক্তি। একটা শিশু জন্মগ্রহণের পড়েই হাতড়ে হাতড়ে খুঁজে নেয় তার মা'কে। তাকে কিন্তু বলে দিতে হয়না, যে মা'কে ভালোবাসতে হবে।

সুতরাং আমি আমার মা'কে ভালোবাসি-এটা যেমন সত্য, তেমনই সত্য সবাই তার নিজ নিজ মা'কে সবচেয়ে বেশি ভালোবাসে। এই ভালোবাসা ভ্রুণ থেকে কবর পর্যন্ত আছে, থাকবে। তবু'ও আমি মনে করি, এই দিবস থাকা কোন দোষের কিছু না। আজকে মা দিবস বলেই ব্লগের পাতা ভর্তি হয়ে আছে একটা শব্দে-'মা'। এই দিবসটা শুধুই ভালোবাসার জন্য নয়, বরং মায়ের জন্য আমাদের সুপ্ত এবং প্রকাশ্য ভালোবাসাটাকে শেয়ার করার জন্য।

আমরা প্রতিদিন মা'এর জন্য যে ভালোবাসা লালন করি নিজের ভেতর-সেই ভালোবাসাটাকে নিজেদের মধ্যে শেয়ার করে নেই এই দিনটিতে-যা বছরের প্রতিদিন করা হয়না। পশ্চিমারা কি উদ্দেশ্য নিয়ে করছে-তা ভুলে গিয়ে, আমরা নিজেদের মত করে যার যার মায়ের কথা বলছি-যা অন্যসময় বলি কালেভদ্রে, কখনো বা প্রাসঙ্গিক ভাবে। ব্লগার হ্যামেলিনের বাঁশিওয়ালা'র 'মা' নিয়ে লেখা সব ব্লগই আমি আগ্রহ নিয়ে পড়ি। ব্লগার 'আমি ছাড়া সবাই ভাল' বাস্তব এবং জীবনমুখী দু'টি পোস্ট দিয়েছেন আজ, যা জীবনের বাস্তব বৈপরীত্যকে উপস্থাপন করেছে। অনেক ব্লগার মা'কে নিয়ে পোস্ট দিয়েছেন-সেখান থেকে জানতে পারছি, ব্লগ পরিবারের কে কিভাবে ভাবে নিজের মা'কে নিয়ে।

তাদের এই ভাবনাগুলো কিন্তু কালকে কিংবা আজকে হুট করে তৈরি হয়নি। মনের ভেতরে 'মা'কে নিয়ে তিলতিল করে জমা ভাবনা গুলোকে সবার সামনে নিয়ে এসেছেন। জানতে পারছি ভালোবাসার তীব্রতা গুলোকে-যা 'মা' দিবসের কল্যাণে আমাদের কাছে উন্মুক্ত। আমার বক্তব্যটা সবাই কে কিভাবে নেবেন জানিনা, তবে মূল কথা হচ্ছেঃ মা' এর জন্য ভালোবাসা চিরন্তন। 'মা' দিবস শুধুমাত্র এই একটি দিনে মা'কে ভালোবাসার জন্য নয়-বরং প্রত্যেকের মা'এর জন্য ভালোবাসাটাকে শেয়ার করার উপলক্ষ।

আত্মপক্ষ সমর্থনঃ এইকথাগুলো সম্পুর্ণই আমার ব্যাক্তিগত মতামত। যদি কারো মতাদর্শকে আঘাত করে থাকি, তাহলে আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।