আমাদের কথা খুঁজে নিন

   

মা সবই হয় মায়েদের মতন



মা সবই হয় মায়েদের মতন, তাদেরে করুম অনেক যতন। যতদিন তারে খুব কাছে পেলে, কিছু কামাই কি নিতে পারলে? মায়ের আশীষ সব চেয়ে বড়, একে রেখে তুমি কি করো জড়ো? সন্তানের মুখের দুটো ভাল কথা, হাতে লেখা চিঠির একটি পাতা হাসায় মাকে, কত কাঁদায় মাকে, এ কথা যেন কেউ ভুলে না যে। দরকার আছে জানি ঘরে টাকার, কিন্তু শুনতে চান মা, মা ডাকার। কখনো কিছু যেন না দেই মাকে, শুধু শুধু যেন ডাকি সদা তাকে। এর চেয়ে খুশী তার কিছুতে নাই, ওরে, তোদের দেখা আমি চাই! কইলজা শান্তি- বুকটা জুড়ায়, আয়রে সোনা কাছে চলে আয়, কেমন থাকিস, কি যে খাস, আমার যাদু কোথায় কি পাস? তোদের কথা সব মনে হলে, বুক ভরে যায় চোখের জল. হাত তুলে সদা দোয়া করি, খোদার রহমত থাকুক ঘিরি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।