আমাদের কথা খুঁজে নিন

   

সেই দিন আর এই দিন

দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,

জীবন পারেনি কেড়ে নিতে মুছেতো যায়নি আজো স্মৃতিতে আজো মনে পরে ডানপিঠে দৌড় আজ বঝি মায়ের মমতার জোড়। প্রভাত হলে মসজিদে যাও নাস্তা খেয়ে স্কুলে যাও; আর নীড়ে ফিরে ঘুড়ি উড়াও। সন্ধ্যে হলে পড়তে বসো আটটা হলে ঘুমিয়ে পড়। ঘুম আসে না মায়ের বুকে যাও মাথা রাখ বুকে গল্প শুনাও শুনাতো গল্প পড়াতো দোয়া নিদমহ্লে ঘুরি--- ও যে মায়ের হাতের ছোঁয়া। সেই দিন নেই স্মৃতি মনে পড়ে আমা হতে মা আজ অনেক অনেক দূরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।