আমাদের কথা খুঁজে নিন

   

মা ................

আমার আমি......

ভালবাসা শিখেছি তোমার কাছ থেকে, হাটি হাটি চলা আধো আধো বোলে কথা বলা, সপ্ন ভঙ্গের যাতনা থেকে উদ্ধার পাওয়া, কি ? শিখিনি আমি তোমার কাছ থেকে, বলতে পার ? তারপর ও আমি দিতে পারি নি কিছুই তোমাকে । সে স্পর্ধা আমি দেখাতে চাই ও না । কারন আমি জানি তা দেখানোর মত ক্ষমতা আমার নাই । তোমার ভালবাসা, আদর, স্নেহ, মায়া মমতা.. বল কীভাবে আমি এত কিছু আমি শোধ করব আমার ক্ষূদ্র এ জীবনে ? জানি তুমি পড়বে না এ লেখা, তোমার দরকার ও নেই এই অর্থহীন লেখার, কারন তুমি চাও ও না ফেরত তোমার ভালবাসা, শুধু তুমি জানতে চাও আমি ভাল আছি কিনা ? যদি বলি ভাল, তুমি ফেলো স্বস্তির নিঃশ্বাস নতুবা প্রশ্নের পর প্রশ্ন করে জর্জরিত কর এ আমাকে । হয়ত বা আমি ভাল আছি স্বার্থপর পৃথীবির স্বার্থপর মানুষ হয়ে, আমি হতে পারব না তোমার মত নিঃস্বার্থ, হয়ত বা আমি হতে চাই ও না ।

দেখছ না আমি স্বার্থপর এর মত তোমাকে স্মরন করছি শুধু বিশ্ব মা দিবসে । হয়ত বা আমি সময়ের অজুহাতে তোমার সাথে ঠিকমত কথাই বলি না অন্যদিন । মা আমি তোমার কাছে সারা জীবন শুধু চেয়ে গেছি এবং পেয়েই গেছি । না আমি তোমাকে কোন কিছু দেওয়ার জন্য এ লেখা লেখছি না, আমি শুধু একটা জিনিস চাওয়ার জন্য এ লেখা লিখছি । জানি তুমি এটাও চাওয়ার আগেই দিয়ে দেবে এবং বলবে ধুর বোকা এটা একটা চাওয়ার জিনিস হ্ল ।

আমি তবু ওই জিনিসটাই চাইব, আর সেটা হ্ল ক্ষমা । মা আমাকে ক্ষমা করে দিও । ক্ষমা আমাকে করে দিও আমার অক্ষমতার জন্য, ক্ষমা আমায় করে দিও আমার দূর্বলতার জন্য । ক্ষমা ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই । কারন আমি জানি তুমি আমাকে সবকিছুই দিয়ে দেবে আমি চাওয়ার আগেই ।

মা ভাল থেক । বিশ্ব মা দিবসে সকল মাকে ভালবাসা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।