আমাদের কথা খুঁজে নিন

   

ছোট সোনামনিদের জন্য গ্রামীণ বাংলাদেশ নিয়ে লেখা দুইটি ছড়া

স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মায়ের ভাষা বাংলায় মাতৃভূমির কথা বলি।

সবুজ বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা মোদের এই বাংলাদেশ; যে দিকে দেখি, সে দিকে যেন সবুজের সমাবেশ। বাংলার মাঠে, বাংলার ঘাটে যেন সবুজের মেলা; যেন সারাদিন দু’চোখ ভরে দেখি এই সবুজের খেলা। যত দেখবে, তত লাগবে ভালো বাংলার সবুজের মন মাতানো খেলা। শহর এবং গ্রাম মোরগ ডাকে, ঘুম ভাঙ্গে, কৃষক, শ্রমিক, রাখালের; গাড়ী চলে, ভেপু বাজে, ভাঙ্গে ঘুম শহরের। নদীর স্বোতের মতো, চলে শহরের জীবনযাত্রা; খুজে পাওয়া অসম্ভব শহরের মাত্রা। সূর্ষের সাথে চলে, গ্রামের যাত্রা; সূর্ষ অস্ত গেলে, পাওয়া যায়না, গ্রামের মাত্রা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।